Connect with us
ক্রিকেট

জর্জির অভিষেক সেঞ্চুরিতে ভর করে ২০০ পার করল দক্ষিণ আফ্রিকা

south african crickter
প্রোটিয়া ব্যাটার টনি ডি জর্জি। ছবি : সংগৃহীত

চট্রগ্রাম টেস্টের প্রথম দিনেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছে দক্ষিণ আফ্রিকা। দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশের বোলারদের করছে নাজেহাল। এরই মধ্যে বাংলাদেশের বোলারদের প্রথম উইকেটের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে ১৮তম পর্যন্ত। যা প্রথম দিনের ২য় সেশন শেষে এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র সাফল্য।

চট্রগ্রাম টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশন শেষে টি ব্রেকে যাওয়ার আগে প্রোটিয়াদের সংগ্রহ ২০৫ রান। দুর্দান্ত ব্যাটিংয়ে অভিষেক সেঞ্চুরি তুলে নিয়েছেন টনি ডি জর্জি।

ঘরের মাঠে সিরিজ বাঁচাতে বাংলাদেশের ম্যাচে ফেরাটা খুবই জরুরি। কিন্তু প্রোটিয়া ব্যাটারদের কোনোভাবেই থামাতে পারছেন না বাংলাদেশি বোলাররা। অনেক কষ্ট করে নিতে পেরেছেন মাত্র একটি উইকেট। এই মুহূর্তে বাংলাদেশের দরকার ব্রেক থ্রু। এদিকে মিরপুর টেস্টে ৭ উইকেটে হারা বাংলাদেশকে নিজেদের সম্মান বাঁচাতে ঘুরে দাঁড়াতেই হবে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ (মঙ্গলবার) সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন প্রোটিয়া ক্যাপ্টেন এইডেন মার্করাম। ব্যাটিং স্বর্গের এই পিচে শুরু থেকেই স্বাচ্ছন্দে খেলতে থাকেন প্রোটিয়ারা ব্যাটাররা। লাঞ্চ ব্রেকে যাওয়ার আগেই দলীয় রান ১০০ পার করেন তাঁরা।

দলের প্রথম ব্রেক থ্রু টা এনে অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম। দলীয় ৬৯ রানে সাজঘরে ফেরান প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করামকে।

তাইজুলের বলে ‘ডাউন দ্য উইকেটে’ বিলাসী শর্ট খেলতে গিয়ে মিড অনে মুমিনুলের হাতে ধরা পড়েন মার্করাম। করেন ৫৫ বলে ৩৩ রান। লাঞ্চ ব্রেকের আগে আর কোনো উইকেট হারাতে হয় নি সফরকারীদের।

লাঞ্চ ব্রেক শেষে দ্বিতীয় ইনিংসেও অসাধারণ ব্যাটিং করেছে দুই প্রোটিয়া ব্যাটার টনি ডি জর্জি এবং ট্রিস্টান স্টাবস। ২য় উইকেট জুটিতে করেছেন ২৩৫ বলে ১৩৬ রানে পার্টনারশিপ। ক্যারিয়ারের অভিষেক সেঞ্চুরি করেছেন জর্জি। রয়েছেন ১৫২ বলে ১০১ রান করে অপরাজিত। এদিকে অপর প্রান্তে হাফসেঞ্চুরি শেষে সেঞ্চুরির দিকে এগোচ্ছেন ট্রিস্টান স্টাবস। করছেন ১৩১ বলে ৬৫ রান।

আরো পড়ুন : অবসর ঘোষণা করে অস্ট্রেলিয়ার কোচ হচ্ছেন ওয়েড

ক্রিফোস্পোর্টস/২৯অক্টোবর২৪/এসআর

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট