দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে আজ মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। যেখানে ম্যাচের টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হচ্ছে জাকের আলী অনিকের। মিরপুরে ম্যাচটি শুরু হবে সকাল ১০ টায়।
এদিকে ঘরের মাঠে ইতিহাস গড়ার লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ। কেননা এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪ টেস্ট ম্যাচ খেলেও জয়ের দেখা পায়নি টাইগাররা। উল্টো ১২ ম্যাচেই হারের স্বাদ পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। বাকি দুই ম্যাচ হয়েছিল ড্র।
মিরপুর টেস্টে উভয় দলের একাদশ-
বাংলাদেশ : নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম নাঈম হাসান, ও হাসান মাহমুদ।
দক্ষিণ আফ্রিকা : এইডেন মারকরাম, টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, রায়ান রিকেলটন, ম্যাথিউ ব্রিটজকে, উইয়ান মুল্ডার, কাইল ভ্যারিয়েনে, কাগিসো রাবাদা, কেশব মহারাজ ও ডেইন পিড।
এদিন টসের আগে বাংলাদেশের হয়ে টেস্ট দলে অভিষেক ক্যাপ মাথায় পড়েছেন জাকের আলী অনিক। দলের সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিমের কাছ থেকে টেস্ট ক্যাপ পান এই তরুণ ক্রিকেটার। বাংলাদেশের ১০৫তম টেস্ট ক্রিকেটার হিসেবে দলে অভিষেক হয়েছে জাকেরের।
মিরপুর টেস্টে কেবল এক পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। ভারত সিরিজে খেলা তাসকিন আহমেদ এবং নাহিদ রানা দুজনেই আছেন বিশ্রামে। একমাত্র পেসার হাসান মাহমুদের সঙ্গে আছেন তিন স্পিনার। যেখানে হাত ঘুরাবেন মেহেদি হাসান মিরাজ, নাইম হাসান এবং তাইজুল ইসলাম। আর চোট কাটিয়ে দলে ফিরেছেন মাহমুদুল হাসান জয়।
আরও পড়ুন: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ মাঠে নামতে যাচ্ছেন নেইমার
ক্রিফোস্পোর্টস/২১অক্টোবর২৪/এফএএস