Connect with us
ক্রিকেট

দক্ষিণ আফ্রিকা নাকি আফগানিস্তান? ফাইনালে উঠবে কে

South Africa or Afghanistan_Who will play final
প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি আফগানিস্তান। ছবি- সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আগামীকাল (২৭ জুন) দক্ষিণ আফ্রিকার মুখোমুখি আফগানিস্তান। আইসিসির বিশ্ব মঞ্চে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে উঠবে কোন দল?

আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টে এখনো ফাইনাল খেলেনি দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। এর আগে দক্ষিণ আফ্রিকা একাধিকবার সেমিফাইনালে উঠলেও ফাইনালে ওঠার সৌভাগ্য হয়নি। তাই প্রথমবার ফাইনালে উঠে ইতিহাস গড়ার হাতছানি প্রোটিয়াদের সামনে।

এদিকে প্রথমবারের মতো আইসিসির কোনো বৈশ্বিক টুর্নামেন্টে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছে আফগানিস্তান। ভারতে গত ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালের খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত পারেনি তারা। তবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে সেমিফাইনালের স্বপ্ন পূরণ করেছে দারুণ ছন্দে থাকা আফগানিস্তান দল। পাশাপাশি প্রথমবারের মতো ফাইনালে ওঠার সুযোগ রয়েছে রশিদ-নবিদের।

আরও পড়ুন:

» নারী এশিয়া কাপ ২০২৪ : একনজরে পূর্ণাঙ্গ সময়সূচি

» এলপিএলে মুস্তাফিজের দলে খেলবেন তাওহীদ হৃদয় 

চলতি আসরে এখনো অপরাজিত দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বে টানা ৪ জয়ের পর সুপার এইটের সবগুলো ম্যাচও জিতে নিয়েছে তারা। অন্যদিকে গ্রুপ পর্ব ও সুপার এইট মিলিয়ে ৭ ম্যাচে ৫ জয় পেয়েছে আফগানিস্তান। যেখানে তারা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মত শক্তিশালী দলকে হারিয়েছে।

এর আগে টি-টোয়েন্টিতে ২ বার মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। দুবারই জয় পেয়েছে প্রোটিয়ারা। তবে মাঠের শক্তিমত্তার বিচারে এইডেন মার্করামরা এগিয়ে থাকলেও বর্তমান ফর্ম বিবেচনায় আফগানদের ছোট করে দেখার সুযোগ নেই। তাই ফাইনালে ওঠার লড়াইয়ে দুই দলেরই সমান সুযোগ রয়েছে।

আগামীকাল তারউবার ব্রায়ান লারা স্টেডিয়ামে ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি।

ক্রিফোস্পোর্টস/২৬জুন২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট