
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘এ’ গ্রুপের দুই ম্যাচ শেষে আজ মাঠে গড়িয়েছে ‘বি’ গ্রুপের ম্যাচ। টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) আফগানিস্তানের মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তানকে ৩১৬ রানের পাহাড়সম লক্ষ্য দিয়েছে দক্ষিণ আফ্রিকা।
প্রথম ইনিংস শেষে ৫০ ওভারে ৬ উইকেটে হারিয়ে ৩১৬ রান করেছে প্রোটিয়ারা। দলের হয়ে সেঞ্চুরি হাকিয়েছেন রায়ান রিকেল্টন। ৭ চার ও ১ ছক্কার মারে ১০৬ বলে ১০৩ রান করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। এছাড়া অর্ধশতকের দেখা পেয়েছেন তিন ব্যাটার। অধিনায়ক টেম্বা বাভুমা ৭৬ বলে ৫৮, রেসি ফন ডার ডুসেন ৪৬ বলে ৫২ এবং এইডেন মার্করাম ৩৬ বলে ৫২ রান করেছেন।
আফগানিস্তানের হয়ে ১০ ওভারে ৫১ রান দিয়ে ২টি উইকেট শিকার করেছেন মোহাম্মদ নবি। এছাড়া ফজল হক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই ও নূর আহমেদ ১টি করে উইকেটের দেখা পেয়েছেন।
আরও পড়ুন:
» মাঠে নামার আগে চ্যাম্পিয়ন হওয়ার বার্তা দিল আফগানিস্তান
» চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে যেতে বাংলাদেশের সামনে যে সমীকরণ
এদিন ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটি বড় করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। দলীয় ২৮ রানের মাথায় নবির বলে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান টনি ডি জর্জি। এই ওপেনারের ব্যাট থেকে আসে ১১ রান। এরপর তিনে নামা টেম্বা বাভুমাকে নিয়ে দলের হাল ধরেন রায়ান রিকেল্টন। এই জুটিতেই দলীয় দেসশো রান পেরোয় প্রোটিয়ারা।
ইনিংসের ২৯তম ওভারে দ্বিতীয়বারের মতো আঘাত হানেন নবি। দলীয় ১৫৭ রানের মাথায় বাভুমাকে ফিরিয়ে জুটি ভাঙেন এই অভিজ্ঞ স্পিনার। এরপর রেসি ফন ডার ডুসেনকে নিয়ে দলীয় দুইশত পূর্ণ করেন রিকেল্টন। একই সঙ্গে নিজের প্রথম ওয়ানডে সেঞ্চুরিও তুলে নেন এই ওপেনার।
তবে ২০১ রানের মাথায় রান আউটের শিকার হয়ে ফেরেন রিকেল্টন। এরপর ডুসেন ও মার্করামের ফিফটি ও অন্যান্য ব্যাটারদের ছোট ছোট ক্যামিওতে ভর করে ৩১৫ রানের বিশাল পুঁজি পায় প্রোটিয়ারা।
ক্রিফোস্পোর্টস/২১ফেব্রুয়ারি২৫/বিটি
