Connect with us
ক্রিকেট

নাটকীয় ম্যাচে শেষ হাসি প্রোটিয়াদের, স্বপ্ন ভাঙছে বাবরদের

দারুণ লড়াই করে দলকে জেতান শামসি ও মহারাজ। ছবি- ক্রিকইনফো

শেষ চারে যাওয়ার আশা অনেকটাই শেষ হয়ে গেছ পাকিস্তানের। শ্বাসরুদ্ধকর ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের পথে পাকিস্তান।

গতকাল (২৮ অক্টোবর) নিজেদের ষষ্ঠ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে সেমিফাইনালে যাওয়ার জন্য অবশ্যই পাকিস্তানকে জিততে হত ম্যাচটি। কিন্তু জেতার সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত এক উইকেটে পরাজিত হয় বাবর আজমরা।

চেন্নাইয়ের এম. এ. চিদাম্বরাম স্টেডিয়ামে শুরুতে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় পাকিস্তান। তবে শুরুটা ভালো করতে পারেনি তারা। পাওয়ার প্লেতে আবদুল্লাহ শফিক ও ইমাম-উল-হকের ২টি উইকেট হারিয়ে বিপদে পড়লেও সেখান থেকে রক্ষা করেন বাবর ও রিজওয়ান। তৃতীয় উইকেটে তারা ৪৮ রানের জুটি করেছিলেন। পরে  বাবর আর ইফতিখার মিলে ৪৩ রানের জুটি গড়লেও ৩০ ওভারের আগে ছন্দপতন হয় দুজনেরই।

ষষ্ঠ উইকেট জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। শাদাব খান ও সৌদ শাকিলের ৮৪ রানের জুটির ওপর ভর করে বড় সংগ্রহের পথে ছিলো পাকিস্তান। কিন্তু তাদের আউটের পর টেইল এন্ডারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত ৪৬.৪ ওভার খেলে ২৭০ রানে থামে পাকিস্তানের ইনিংস। পাকিস্তানের হয়ে অর্ধশতকের কোটা পূর্ণ করেন বাবর আজম ও সৌদ শাকিল। প্রোটিয়াদের হয়ে ৪ টি উইকেট নেন টাবরাইজ শামজি ও ৩ টি উইকেট নেন মার্কো জ্যানসেন।

২৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মারকুটে ভঙ্গিতে করেন কুইন্টন ডি কক। তবে ৩৪ রানের মাথায় আউট হয়ে যান তিনি। এরপর ছোট ছোট জুটি গড়ে মারকুটে ক্রিকেট খেলে এগোতে থাকে প্রোটিয়ারা। তবে ১৩৬ রানের মাথায় ৪ উইকেট পড়ে গেলে কিছুটা বিপদে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। কিন্তু পাকিস্তানের স্বপ্নভঙ্গ শুরু হয় এখান থেকেই। মার্করাম ও মিলার পঞ্চম উইকেট জুটিতে ৭০ রান যোগ করেন যা প্রোটিয়াদের জয়ের তীরে নিয়ে যায়।

২০৬ রানে মিলার আউট হওয়ার পর ধীরে ধীরে ম্যাচে ফিরতে থাকে পাকিস্তান। ২৬০ রানের মধ্যেই ৯ উইকেট তুলে নিয়ে জয়ের জোরালো সম্ভাবনা তৈরি করে তারা। তবে শেষ উইকেটে কেশব মহারাজ ও শামজির রক্ষণাত্মক ব্যাটিংয়ে ১ উইকেটেই জয় তুলে নেয় প্রোটিয়ারা। সেঞ্চুরি দেখা না পেলেও মার্করামের করা ৯১ রানের ইনিংসের উপর ভর করেই জয়ের তীরে পৌছায় দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন শাহীন আফ্রিদি।

এই জয়ের মধ্যে দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে দক্ষিণ আফ্রিকা। তবে টানা হারে সেমিফাইনালের স্বপ্ন অনেকটাই শেষ পাকিস্তানের।

আরও পড়ুন: নেদারল্যান্ডস ম্যাচের আগে স্বস্তির খবর বাংলাদেশ দলে

ক্রিফোস্পোর্টস/২৮অক্টোবর২৩/এমটি/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট