Connect with us
ক্রিকেট

দ.আফ্রিকা-উইন্ডিজ টেস্ট: প্রথম দিনে খেলা হলো ১৫ ওভার

South Africa-Windies Test-15 overs played on the first day
বৃষ্টি বাধায় প্রথম দিনে খেলা কেবল ১৫ ওভার খেলা হয়েছে। ছবি- সংগৃহীত

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বুধবার (৭ আগস্ট) দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়ে ওয়েস্ট ইন্ডিজ। তবে বৃষ্টির কারণে অনেকটাই ভেস্তে গেছে প্রথম দিনের খেলা। মাঠে গড়িয়েছে কেবল ১৫ ওভার।

ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। বৃষ্টি বাগড়া দেওয়ার আগ পর্যন্ত ১৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৫ রান তোলে সফরকারী প্রোটিয়ারা।

South Africa-West Indies 1st test heavy rain

১৫ ওভার খেলার পর শুরু হয় বৃষ্টি। ছবি- সংগৃহীত 

এদিন প্রোটিয়াদের দারুণ শুরু এনে দেন দুই ওপেনার এইডেন মার্করাম ও টনি ডি জর্জি। তবে বৃষ্টি বাগড়া দেওয়ার কিছুক্ষণ আগেই ভেঙে যায় তাদের ৪৩ রানের জুটি। ৩৪ বলে মাত্র ৯ রান করে আউট হয়ে যান মার্করাম। আরেক ওপেনার ডি জর্জি ৫২ বলে ৩২ রান করে অপরাজিত ছিলেন। এছাড়া ৫ বলে ২ রানে রানে অপরাজিত ছিলেন ট্রিস্টান স্টাবস।

আরও পড়ুন:

» দুঃসংবাদ পেলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে শিরোপা জেতানো তারকা

» বিসিবির ভবিষ্যত নিয়ে উদ্বেগ, কোথায় আছেন পাপন? 

ওয়েস্ট ইন্ডিজের হয়ে একমাত্র সাফল্যটি আসে জেসন হোল্ডারের হাত ধরে। মার্করামের স্টাম্প উড়িয়ে তার মূল্যবান উইকেটটি শিকার করেছেন এই পেসার।

মার্করাম আউট হওয়ার পর ১১ বল খেলার সুযোগ পায় ডি জর্জি ও ট্রিস্টান স্টাবস। আজ দ্বিতীয় দিনে ব্যাটিং করছেন এই দুই ব্যাটার। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৫ ওভারে ১ উইকেটে ৮১ রান সংগ্রহ করেছে প্রোটিয়ারা। অর্ধশতক তুলে নিয়েছেন ডি জর্জি।

ক্রিফোস্পোর্টস/৮আগস্ট২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট