Connect with us
ক্রিকেট

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আয়ারল্যান্ডের চমক

South Africa's big loss to Ireland
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমক দেখিয়েছে আয়ারল্যান্ড। ছবি- সংগৃহীত

ওয়ানডে ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না দক্ষিণ আফ্রিকার। সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে তারা। এবার আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ বাঁচাতে পারলেও শেষ ম্যাচে লজ্জাজনকভাবে হেরেছে প্রোটিয়ারা।

গতকাল সোমবার (৭ অক্টোবর) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ড। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড।

আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮৪ রান সংগ্রহ করে আইরিশরা। জবাবে ৪৬.১ ওভারে ২১৫ রান করে অলআউট হয়ে যায় প্রোটিয়ারা। ৬৯ রানের বড় ব্যবধানে জয় পায় পল স্টার্লিংয়ের দল।

এদিন আগে ব্যাট করতে নেমে দুই ওপেনারের কল্যাণে দারুণ শুরু পায় আয়ারল্যান্ড। উদ্বোধনী জুটিতে ১০১ রান যোগ করেন অ্যান্ড্রু বালবার্নি ও পল স্টার্লিং। বালবার্নি (৪৫) ফিরে যাওয়ার পর দ্বিতীয় উইকেট জুটিতে কার্টিস ক্যামফারকে নিয়ে আরো ৫৮ রান যোগ করেন স্টার্লিং।

আরও পড়ুন:

» ভারতের মাটি থেকে আজই অবসরের ঘোষণা দেবেন মাহমুদউল্লাহ?

» পাকিস্তানের টেস্টসহ টিভিতে আজকের খেলা (৮ অক্টোবর ২৪) 

কার্টিস (৩৪) ফিরে গেলে কিছুক্ষণ পরেই প্যাভিলিয়নের পথ ধরেন স্টার্লিং। তবে অল্পের জন্য শতক মিস করেন এই তারকা। ৮৮ রান করে ফিরে যেতে হয় আইরিশ কাপ্তানকে। এরপর হ্যারি টেক্টরের ৬০ এবং অন্যান্য ব্যাটারদের ছোট ছোট ক্যামিওতে ২৮৪ রানের লড়াকু সংগ্রহ পায় আয়ারল্যান্ড।

দক্ষিণ আফ্রিকার হয়ে লিজাদ উইলিয়ামস ৪টি উইকেট শিকার করেছেন। এছাড়া অটলিয়েন বার্টম্যান ও আন্দিলে ফেলুকওয়ে ২টি করে উইকেট শিকার করেছেন।

২৮৫ রান তাড়া করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা। মাত্র ১০ রানের মধ্যেই তিনটি উইকেট হারায় তারা। এরপর ট্রিস্টান স্টাবস ও কাইল ভেরেইনের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে প্রোটিয়ারা। তবে ৪৯ রান যোগ করার পর ভেঙে যায় এই জুটি।

কাইল (৩৮) ফিরে যাওয়ার পর একপ্রান্তে জেসন স্মিথ দাঁড়িয়ে থাকলেও অপর প্রান্তে আসা যাওয়ার মধ্যেই থাকেন প্রোটিয়া ব্যাটাররা। শেষদিকে ফিরে যান স্মিথও। তবে ৯ রানের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। ৯৩ বলে ৯১ রান করেন তিনি। শেষ পর্যন্ত ২১৫ রানেই প্রোটিয়া ইনিংসের সমাপ্তি ঘটে।

আয়ারল্যান্ডের পক্ষে ৩টি করে উইকেট শিকার করেছেন গ্রাহাম হিউম ও ক্রেগ ইয়াং। এছাড়া মার্ক অ্যাডায়ার ২টি এবং ফিওন হ্যান্ড ও ম্যাথিউ হামফ্রেশ ১টি করে উইকেট নিয়েছেন।

শেষ ম্যাচে জয় তুলে হোয়াইটওয়াশের হাত থেকে রক্ষা পেয়েছে আয়ারল্যান্ড। অবশ্য প্রথম দুই ম্যাচ বেশ ভালোভাবেই জিতে নিয়েছিল প্রোটিয়ারা।

সংক্ষিপ্ত স্কোর:

আয়ারল্যান্ড: ২৮৪/৯ (৫০ ওভার)

দক্ষিণ আফ্রিকা: ২১৫/১০ (৪৬.১ ওভার)

ফলাফল: আয়ারল্যান্ড ৬৯ রানে জয়ী

ম্যাচসেরা: পল স্টার্লিং

ক্রিফোস্পোর্টস/৮অক্টোবর২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট