দক্ষিণ আফ্রিকার কেপটাউনে নিউল্যান্ডস টেস্টে ইতিহাস গড়ার পথে দক্ষিণ আফ্রিকার ওপেনার রায়ান রিকেলটন খেলেছেন জীবনের সেরা ইনিংস। পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে ২৫৯ রানের এক দুর্দান্ত ইনিংস। রিকেলটনের এই ইনিংসের ওপর ভর করে দক্ষিণ আফ্রিকা ৬১৫ রানের বিশাল স্কোর গড়ে।
দক্ষিণ আফ্রিকার ইনিংসের মূল আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন ওপেনার রায়ান রিকেলটন। তাঁর ২৫৯ রানের ইনিংসটি নিখুঁত ব্যাটিংয়ের উদাহরণ হয়ে থাকবে। ৩৪৩ বলের ইনিংসে তিনি মেরেছেন ২৯টি চার এবং ৩টি ছক্কা।ব্যাটিংয়ের শুরু থেকে পাকিস্তানি বোলারদের ওপর চাপ তৈরি করেন রিকেলটন। দীর্ঘ সময় ক্রিজে থেকে প্রতিপক্ষের ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। ব্যাট হাতে ৬০৭ মিনিট ব্যাট করার পর বড় শট খেলতে গিয়ে আগা সালমানের বলে মিড অনে ক্যাচ তুলে দিয়ে আউট হন। তাঁর ইনিংসটি কেপটাউনে দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসের সপ্তম সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।মাঠে তাঁর ব্যাটিং দেখে ধারণা করা হচ্ছিল, হয়তো ট্রিপল সেঞ্চুরিও করে ফেলবেন রিকেলটন। এই অসাধারণ ইনিংসটি খেলে মাঠ ছাড়ার সময় নিউল্যান্ডস স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা তাঁকে দাঁড়িয়ে করতালি দিয়ে বিদায় জানান।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৬১৫ রান করে। রিকেলটনের ইনিংস ছাড়াও কাইল ভেরেইনা এবং মার্কো ইয়ানসেনের ব্যাটিং উল্লেখযোগ্য ছিল। ভেরেইনা ১৪৭ বলে ৯টি চার ও ৫টি ছক্কায় ১০০ রান করেন। এটি ছিল তাঁর শেষ ছয় টেস্টে তৃতীয় সেঞ্চুরি।এছাড়া, ইয়ানসেন ৫৪ বলে ৬২ রান করেন। কেশব মহারাজ দ্রুত কিছু রান যোগ করেন, ৩৫ বলে করেন ৪০ রান। তাঁদের এই ব্যাটিং পারফরম্যান্সেই দক্ষিণ আফ্রিকার স্কোর ৬০০ পেরিয়ে যায়।
দক্ষিণ আফ্রিকার বিশাল রানের জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান দ্রুত তিনটি উইকেট হারিয়ে ফেলে।
প্রথম ওভারেই অধিনায়ক শান মাসুদকে মাত্র ২ রানে ফেরান কাগিসো রাবাদা। এরপর সৌদ শাকিলকে আউট করেন রাবাদা। অন্যদিকে মার্কো ইয়ানসেন বোল্ড করেন কামরান গুলামকে। ফলে ২০ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় পাকিস্তান।পাকিস্তানের ওপেনার সাইম আইয়ুব চোটের কারণে ব্যাট করতে নামতে পারেননি। তার বদলে ওপেন করতে নামেন বাবর আজম। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান ধৈর্য ধরে দিন শেষ করেন। বাবর ৩১ রান ও রিজওয়ান ৯ রানে অপরাজিত রয়েছেন।
আরও পড়ুন:
» হলান্ডের জোড়া গোলে ৬৭ দিন পর সিটির জোড়া জয়
» লিভারপুল-ম্যানইউ জমজমাট ম্যাচসহ আজকের খেলা (৫ জানুয়ারি ২৫)
৬১৫ রানের জবাবে পাকিস্তানের প্রথম ইনিংসের স্কোর ছিল ৬৪ রান, তাও ৩ উইকেট হারিয়ে। ফলো অন এড়াতে পাকিস্তানকে আরও ৩৫১ রান করতে হবে। তবে ব্যাটিংয়ের যে ধরণ দেখা গেছে, তাতে পাকিস্তানের জন্য এই কাজটা সহজ হবে না।
পাকিস্তানের বিপক্ষে ৬১৫ রান করে দক্ষিণ আফ্রিকা তাদের টেস্ট ইতিহাসের অন্যতম বড় স্কোর গড়ে। তবে মাত্র ৫ রানের জন্য নিজেদের সর্বোচ্চ স্কোর স্পর্শ করতে পারেনি প্রোটিয়ারা।২০০৩ সালে কেপটাউনে পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে ৬২০ রান করেছিল। সেই রেকর্ড ভাঙতে না পারলেও এই ম্যাচে তাদের পারফরম্যান্স ছিল অসাধারণ।
পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ বলেছেন, ‘আমাদের ব্যাটসম্যানদের আরও দায়িত্বশীল ব্যাটিং করা উচিত ছিল। আমরা দ্রুত উইকেট হারিয়েছি, যা আমাদের জন্য হতাশার।’ অন্যদিকে দক্ষিণ আফ্রিকার কোচ মার্ক বাউচার বলেন, ‘রিকেলটনের ইনিংসটি ছিল অনবদ্য। এমন পারফরম্যান্স যেকোনো দলের জন্যই অনুপ্রেরণা।’
পাকিস্তানের জন্য তৃতীয় দিন খুবই গুরুত্বপূর্ণ। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান যদি ভালো ব্যাটিং করতে পারেন, তাহলে দল ফলো অন এড়াতে সক্ষম হবে। তবে প্রোটিয়া বোলাররা যদি আবারও আঘাত হানতে পারেন, তাহলে পাকিস্তানের জন্য ম্যাচটি হারের দিকে চলে যাবে।
এই মুহূর্তে ম্যাচে দক্ষিণ আফ্রিকাই এগিয়ে আছে। তবে ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। সব কিছু নির্ভর করছে তৃতীয় দিনের পারফরম্যান্সের ওপর।
ক্রিফোস্পোর্টস/৫জানুয়ারি২৫/আইআর/এফএএস