Connect with us
ক্রিকেট

টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট সাউদির, দুইয়ে সাকিব

Shakib-Southee
টি-টোয়েন্টিতে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন সাউদি। ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক এক সময়ে ছিলেন সাকিব আল হাসান। তাকে হটিয়ে শীর্ষ স্থান দখল করেছিলেন নিউজিল্যান্ডের টিম সাউদি। এবার ২০ ওভারের ক্রিকেটে অনন্য এক কীর্তি গড়লেন এই কিউই পেসার। আজ (শুক্রবার) পাকিস্তানের বিপক্ষে ৪ উইকেট শিকারের মধ্য দিয়ে টি-টোয়েন্টিতে প্রথম কোনো বোলার হিসেবে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন সাউদি।

টি-টোয়েন্টি ক্রিকেটে এত দিন ধরে সাকিব-সাউদির মধ্যে মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে দ্বৈরথ চলে আসছিল। সবশেষ গত বছরের আগস্টে সাকিবের ১৪০ উইকেটকে পেছনে ফেলে সর্বোচ্চ উইকেট শিকারী বনে যান সাউদি। আজকে পাকিস্তানকে হারানোর ম্যাচে ৪ উইকেট নেয়ার মাধ্যমে ১১৮ ম্যাচে ১১৫ ইনিংসে বল করে এই কিউই পেসারের উইকেট দাঁড়ালো ১৫১ টি৷

সাউদির পরেই তালিকার দুইয়ে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দীর্ঘদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের বাইরে থাকা সাকিব ১১৭ ম্যাচে ১১৫ ইনিংসে মোট ১৪০ উইকেট নিয়েছেন। তালিকার তিনে আছেন আফগান বোলিং অলরাউন্ডার রশিদ খান। তার উইকেট সংখ্যা ১৩০ টি। আরেক কিউই স্পিনার ইশ সোধি ১২৭ উইকেট নিয়ে তালিকার চারে আছেন। আর ১০৭ উইকেট নিয়ে তালিকার পাঁচ নম্বরে আছেন সাবেক লংকান পেসার লাসিথ মালিঙ্গা।

লাসিথ মালিঙ্গাকে টপকে ২০২১ সালে টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারী বনে যান সাকিব। দীর্ঘ এক বছর পরে সাকিব আল হাসানের সেই কীর্তি নিজের করে নেন সাউদি।

আরও পড়ুন: কে হবেন পরবর্তী বিসিবি প্রধান, জানালেন পাপন 

ক্রিফোস্পোর্টস/১২জানুয়ারি২৪/এমএস/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট