ওয়ানডে ও টি-টোয়েন্টির তুলনায় টেস্টে ছক্কার মার খুব বেশি দেখা যায় না। তবে কিছু কিছু হার্ডহিটার ব্যাটার ওয়ানডে ও টি-টোয়েন্টির মতো টেস্টেও ছক্কা হাকান। ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালামের মতো কিংবদন্তি হার্ডহিটার ব্যাটাররা টেস্ট ক্রিকেটে নিয়মিত ছক্কা হাঁকাতেন। তবে যে কাজটা ব্যাটাররা সহজে করে থাকেন, সেখানে একজন বোলারের নাম থাকলে বিষয়টা বেশ অবাক করার মতো হবে।
এমনই অবাক করার মতো এক কীর্তি গড়েছেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। বোলার হয়েও টেস্টে ব্যাটারদের ছক্কা হাকানোর তালিকায় শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন এই কিউই তারকা।
টেস্টে সর্বোচ্চ ছক্কা হাকানোর তালিকায় গেইলকে ছুঁয়ে ফেলেছেন সাউদি। সাউদির মোট ছক্কা ৯৮ টি। যা গেইলের ছক্কার সমান। গেইল ১৮২ ইনিংস খেলে ৯৮টি ছক্কা মেরেছেন। আর সাউদি মাত্র ১৫৫ ইনিংস খেলেই এই ক্যারিবিয়ান কিংবদন্তির রেকর্ড ছুঁয়ে ফেলেছেন। এতে গেইলের সমান ছক্কা নিয়ে যৌথভাবে শীর্ষ চারে অবস্থান করছেন সাউদি।
আরও পড়ুন:
» লঙ্কা টি-টেনে আবারও সাকিবের ঝোড়ো ব্যাটিং
» কোচ সালাউদ্দিনের প্রশংসায় খালেদ মাহমুদ সুজন
ইংল্যান্ডের বিপক্ষে চলমান হ্যামিল্টন টেস্ট হতে যাচ্ছে সাউদির শেষ টেস্ট। ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নেমে প্রথম ইনিংসে ১০ বলে ২৩ রান করেছেন সাউদি, যেখানে ৩টি ছক্কার মার ছিল। আর তাতেই দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিসকে (৯৭) ছাড়িয়ে গেইলের রেকর্ডে ভাগ বসান এই কিউই তারকা।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটি ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের দখলে। ১৯৭ ইনিংসে ১৩৩টি ছক্কা হাঁকিয়েছেন এই তারকা। ১৭৬ ম্যাচে ১০৭ ছক্কা হাকিয়ে স্টোকসের পর অবস্থান করছেন তাদের বর্তমান কোচ ও কিউই কিংবদন্তি ব্রেন্ডন ম্যাককালাম। এরপর তিন নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট। ১৩৭ ইনিংসে ১০০ ছক্কা হাঁকিয়েছেন সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার।
ক্রিফোস্পোর্টস/১৪ডিসেম্বর২৪/বিটি