নিউজিল্যান্ডের হয়ে নিজেদের শততম টেস্ট ম্যাচ খেলতে আজ বাংলাদেশ সময় ভোরে মাঠে নেমেছিলেন দলের অধিনায়ক টিম সাউদি এবং কেইন উইলিয়ামসন। কিউইদের হয়ে এর আগে আরও চারজন পেয়েছিলেন শততম টেস্ট খেলার মর্যাদা। তবে ঘরের মাঠে এবার নিজেদের এমন বিশেষ ম্যাচের প্রথম দিন তেমন জ্বলে উঠতে পারেননি দুজনেই। দিনের খেলা শেষে কিছুটা চাপেই রয়েছে নিউজিল্যান্ড।
আজ শুক্রবার (৮ মার্চ) ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভালে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট খেলতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে নিউজিল্যান্ড। তবে অজিদের বোলিং তোপে মাত্র ১৬২ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের প্রথম ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে দিনের খেলা শেষে ৪ উইকেটে ১২৪ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।
এদিন নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ৪৭ রানের প্রথম উইকেট পড়ার পর নিজের শততম টেস্টে ব্যাট হাতে ক্রীজে আসেন অভিজ্ঞ ব্যাটার কেইন উইলিয়ামসন। তবে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। দলের ব্যাটিং ব্যর্থতার দিনের উইলিয়ামসন করেন মাত্র ১৭ রান। একটা সময় শত রানের আশেপাশেই অলআউট হওয়ার শঙ্কা জেগেছিল কিউইদের।
তবে নবম উইকেট জুটিতে ম্যাট হ্যানরিকে সঙ্গে নিয়ে দারুণ একটি পার্টনারশিপ গড়েন অধিনায়ক টিম সাউদি। ওয়ানডে মেজাজের এই জুটিতে ৪৬ বলে ৫৫ রান যোগ করে দলকে সম্মানজনক একটা অবস্থানে পৌঁছে দেন তারা। যেখানে টিম সাউদি ২ চার এবং ১ ছক্কায় খেলেন ২০ বলে ২৬ রানের একটি ইনিংস।
সাউদি আউট হওয়ার পরপরই গুটিয়ে যায় কিউদের ব্যাটিং লাইনআপ। এদিন বল হাতে আগ্রাসী বোলিং করেছেন জশ হ্যাজেলউড। মাত্র ৩১ রান খরচায় তুলে নিয়েছেন প্রতিপক্ষের ৫ উইকেট। আরও ৩ উইকেট শিকার করে তাকে দারুন সঙ্গ দিয়েছেন মিচেল স্টার্ক। এছাড়াও একটি করে উইকেট পেয়েছেন প্যাট কামিন্স এবং ক্যামেরন গ্রিন।
জবাবে নিজেদের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে দিনের শেষ পর্যন্ত স্কোরবোর্ডে তুলতে পারে ১২৪ রান। এই সংগ্রহের পথে তারা হারিয়েছে নিজেদের ৪ উইকেট। তবে এই পথে ৮ ওভার হাত ঘুরিয়েও উইকেটের কোন দেখা পাননি শততম টেস্টে বোলিং করা টিম সাউদি। ম্যাট হ্যানরি শিকার করেছেন ৩ উইকেট। দ্বিতীয় দিনের খেলায় আগামীকাল রাত ৪টায় ফের মাঠে নামবে দুদল।
আরও পড়ুন: মাইলফলক ছুঁলেন কুলদীপ যাদব, যে রেকর্ড নেই ভারতের কারো
ক্রিফোস্পোর্টস/৮মার্চ২৪/এফএএস