২০২৪ ইউরোর বাছাইপর্বে প্রথমবার স্কটিশদের হারের তিক্ত স্বাদ উপহার দিল স্পেন। ঘরের মাঠে তারা ২-০ গোলে পরাজিত করেছে স্কটল্যান্ডকে। বাছাইপর্বের আরেকটি ম্যাচে তুরস্কের কাছে পরাজিত হয় ক্রোয়েশিয়া। ঘরের মাঠে ১-০ গোলে হারে তারা।
বাছাইপর্বে “এ” গ্রুপে পাঁচটি ম্যাচ খেলে সবগুলোই জয়লাভ করে স্কটিশরা। তবে শুক্রবার (১৩ অক্টোবর) স্পেনের সাথে প্রথম হার দেখলো তারা। সেভিয়ায় ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে স্পেন। প্রথমার্ধে অনেকগুলো আক্রমণ করেও কোন গোলের দেখা পায়নি তারা।
দ্বিতীয়ার্দে দলকে লিড এনে দেন ক্যাপ্টেন আলভারো মোরাতা। ম্যাচের ৭৩তম মিনিটে প্রথম গোলটি করেন তিনি। ম্যাচের ৮৬তম মিনিটে লিড ডাবল করে নেন অভিষিক্ত ওইয়ান সানসেত। শেষ পর্যন্ত ২-০ গোলে জয়লাভ করে স্পেন।
এর আগে স্কটিশদের সাথে তাদের ঘরের মাঠে ২-০ তে হেরেছিল স্পেন। স্পেনের সাথে হেরেও গ্রুপ “এ” এর শীর্ষস্থান স্কটিশদের দখলে। ছয় ম্যাচে তাদের ১৫ পয়েন্ট। আর পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন।
গ্রুপ “ডি” এর ম্যাচে ঘরের মাঠে তুরস্কের মুখোমুখি হয়েছিল ক্রোয়েশিয়া। ম্যাচের ৩০ মিনিটের মাথায় বারিস আলপার ইলমাজের গোলে এগিয়ে যায় তুরষ্ক। এরপর আর গোলের দেখা পায়নি কোন দল। ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে তুরস্ক। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ “ডি” এর শীর্ষস্থানে তুরস্ক। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে ক্রোয়েশিয়া।
আরও পড়ুন: কবে ঢাকায় আসছেন রোনালদিনহো?
ক্রিফোস্পোর্টস/১৩অক্টোবর২৩/এমটি/এজে