সদ্য সমাপ্ত ইউরোপা চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডকে হারিয়ে চতুর্থ বারের মতো শিরোপা জিতেছে স্পেন। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট শেষে এবার আসরের সেরা একাদশ ঘোষণা করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- উয়েফা। যেখানে আসরের সেরা একাদশে আধিপত্য বিস্তার করেছে শিরোপা জয়ী স্পেনের ফুটবলাররা।
ইউরোর সেরা একাদশের আক্রমণভাগে থাকছে একাধিক স্প্যানিশ ফুটবলার। এমনকি যেখানে সবাই তরুণ খেলোয়াড়। ৪-৩-৩ ফরমেশনে সাজানো এই একাদশের আক্রমণভাগে রয়েছেন স্পেনের ১৭ বছর বয়সী লামিনে ইয়ামাল, ২২ বছর বয়সী নিকো উইলিয়ামস এবং ২১ বছর বয়সী জার্মানির জামাল মুসিয়ালা।
ইউরোর সেরা একাদশের মিডফিল্ড সামাল দেবেন রদ্রি, দানি ওলমো ও ফাবিয়ান রুইস। ১ গোলের পাশাপাশি মাঝমাঠে দারুন পারফরম্যান্স দেখিয়ে এবারের টুর্নামেন্ট সেরা ফুটবলার হয়েছেন স্পেনের রদ্রি। এছাড়া ৩ গোল করেছেন ওলমো এবং রুইস করেছেন ২ গোল। তাছাড়া দুজনই সমান ২টি করে অ্যাসিস্ট করেছেন।
রক্ষণভাগ সামলাবেন স্পেনের প্রতিনিধি মার্ক কুকুরেয়া, কাইল ওয়াকার, উইলিয়াম সালিবা ও মানুয়েল আকাঞ্জিরা। এছাড়া গোলরক্ষক হিসেবে দলে জায়গা পেয়েছেন ফ্রান্সের মাইক মেনিয়ঁ। এদিকে আক্রমণ ভাগে থাকা ইয়ামাল ১ গোল ও ৪ অ্যাসিস্টে হয়েছেন টুর্নামেন্টের উদীয়মান ফুটবলার। আর যৌথভাবে গোল্ডেন বুট জেতেন ৩ গোল করা মুসিয়ালা।
ইউরোর সেরা একাদশ : মাইক মেনিয়ঁ (ফ্রান্স), কাইল ওয়াকার (ইংল্যান্ড), উইলিয়াম সালিবা (ফ্রান্স), মানুয়েল আকাঞ্জি (সুইজারল্যান্ড), মার্ক কুকুরেয়া (স্পেন), রদ্রি (স্পেন), দানি ওলমো (স্পেন), ফাবিয়ান রুইজ (স্পেন), লামিন ইয়ামাল (স্পেন), নিকো উইলিয়ামস (স্পেন) ও জামাল মুসিয়ালা (জার্মানি)।
আরও পড়ুন: শিক্ষার্থীদের সমর্থনে যা বললেন হৃদয়-সোহানরা
ক্রিফোস্পোর্টস/১৭জুলাই২৪/এফএএস