একই রাতে দুই মহাদেশের ফুটবল উন্মাদনায় মাতলো বিশ্ব। এই রাতে জমজমাট ফাইনালে ইউরোপ সেরার লড়াইয়ে ইংল্যান্ডকে কাঁদিয়ে ইতিহাসে সর্বোচ্চ চতুর্থবারের মতো ইউরোর শিরোপা জিতেছে স্পেন। অন্যদিকে রেকর্ড ১৬তম বারের মতো কোপা আমেরিকার শিরোপা উঠেছে আর্জেন্টিনার শোকেজে। এই ফাইনালের মহারণ শেষে কোন দল পেয়েছে কত টাকা?
রবিবার (১৪ জুলাই) রাতে ইংল্যান্ডকে ২-১ গোলে হারায় লা রোজারা। আর কলম্বিয়াকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে কোপার শিরোপা জেতে আর্জেন্টিনা। ১২ বছর পর আবারও ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুট পড়ল স্পেন। আর টানা দ্বিতীয়বার কাপ উঠলো মেসিদের ঘরে।
এদিকে ২০২৪ সালের ইউরো জিতে প্রাইজমানি হিসেবে স্পেন পেয়েছে ২০ কোটি ৮২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩২ কোটি টাকা। অন্যদিকে লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনা পেয়েছে ১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১৮৮ কোটি টাকার কিছু বেশি।
তবে মেসিরা যা পেয়েছে, তার চেয়েও বেশি অর্থ পেয়েছে ইউরোর রানার্স আপ দল ইংল্যান্ড। ইংলিশদের পকেটে ঢুকেছে ২ কোটি ৪২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় তা দাঁড়ায় প্রায় ২৮৫ কোটি টাকা।
এদিকে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনা পেয়েছে ১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১৮৮ কোটি টাকার কিছু বেশি। আর রানার্স আপ দল কলম্বিয়া পেয়েছে ৭০ লাখ মার্কিন ডলার বা ৮২ কোটি টাকার বেশি।
১৬ দলের এই টুর্নামেন্টে প্রাইজমানি রাখা হয়েছে ৭ কোটি ২০ লাখ মার্কিন ডলার। প্রতিটি দল অংশগ্রহণ ফি বাবদ ন্যূনতম ২০ লাখ ডলার পেয়েছে। আর ইউরোর ২৪ দলের টুর্নামেন্টেও প্রতিটি দলই অংশগ্রহণ ফি বাবদ ম্যাচের ফলের উপর ভিত্তি করে অর্থ পেয়েছে।
আরও পড়ুন: ইউরোপ-আমেরিকা চ্যাম্পিয়ন স্পেন-আর্জেন্টিনার ‘ফিনালিসিমা’ কবে?
ক্রিফোস্পোর্টস/১৫জুলাই২৪/এজে