প্রথমবারের মতো নারী ফুটবল বিশ্বকাপ জিতেছে স্পেন। তবে স্পেনের ফুটবল এখন উত্তপ্ত প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেসের চুমু-কাণ্ড নিয়ে।
শুভেচ্ছা জানাতে গিয়ে নারী ফুটবলার জেনিফার হারমোসোর মাথায় দুহাত রেখে চুমু দিয়ে ভয়াবহ কাণ্ড করে বসা রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেস ফেডারেশনের সভাপতির পদ ছাড়বেন না বলে সাধারণ সভায় জানিয়েছেন গতকাল।
তীব্র সমালোচনার কারণে শুক্রবার রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের অনুষ্ঠিত হয়। সরকার, গণমাধ্যম, দর্শকদের কড়া সমালোচনার মুখে আরএফইএফ এই জরুরি সভা ডাকে। অনেকেই ভেবেছিলেন এখানে পদত্যাগের ঘোষণা দিতে পারেন রুবিয়ালেস। কিন্তু ফুটবল বিশ্বকে চমকে দিয়ে নিজের ভাষণে তিনি চিৎকার করে বলেন, ‘আমি পদত্যাগ করব না, করবো না। আমি আমার আদর্শ রক্ষার জন্য সমালোচিত হতেও প্রস্তুত। এটি একটি পারস্পরিক, উচ্ছ্বসিত এবং সম্মতিপূর্ণ চুম্বন ছিল, এটাই মূল বিষয়। আমি শেষ পর্যন্ত লড়াই করব।’
পদত্যাগ না করায় এবার আরও কঠিন পদক্ষেপ নিয়েছে স্প্যানিশ ফুটবলাররা। পেশাদার নারী ফুটবলারদের সংগঠন ফুটপ্রো ইউনিয়নের এক বিবৃতিতে হারমোসো বলেছেন, ‘আমি পরিষ্কার করতে চাই যে, ওই চুমুতে কখনোই আমার সম্মতি ছিল না। আমি যা বলিনি, তেমন কিছু ছড়ানো হলে সহ্য করব না, তবে এর চেয়েও বেশি মানতে পারব না যদি আমার কোনো কথাকে প্রশ্নবিদ্ধ করা হয়।’
শুক্রবার এক বিবৃতির মাধ্যমে স্প্যানিশ ফুটবল প্রধানের দৃষ্টান্তিমূলক শাস্তি চেয়ে তাঁরা জানায়, লুইস রুবিয়ালেস স্পেনের ফুটবল প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর আগে দেশটির জার্সিতে কোনো নারী ফুটবলার মাঠে নামবেন না। বিবৃতিতে বিশ্বকাপজয়ী স্কোয়াডের ২৩ জনসহ স্পেনের মোট ৮১ জন সাবেক ও বর্তমান নারী ফুটবলার স্বাক্ষর করেছেন।
আরও পড়ুন : বোলারদের চ্যালেঞ্জ দিয়ে যা বললেন সাকিব-হাতুরু
ক্রিফোস্পোর্টস/২৬আগস্ট২৩/এমএইচ