Connect with us
ফুটবল

দৃষ্টিকটু উদযাপন: সৌদিতে রোনালদোকে ঘিরে সমালোচনা

Crifo Ronaldo saudi Pro league
দৃষ্টিকটু উদযাপন: সৌদিতে রোনালদোকে ঘিরে সমালোচনা। ছবি- সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদোর চিরচেনা উদযাপন ‘সুইইইই’ বেশ জনপ্রিয়। কিন্তু সৌদি প্রো লিগে গত ‍দুদিন আগে আল শাবাব সমর্থকদের সামনে উদযাপন করেছেন একটু দৃষ্টিকটুভাবে। যা নিয়ে চলছে তুমুল সমালোচনা। এমনকি শাস্তিও পেতে পারেন রোনালদো। এমনটাই বলছে সৌদি গণমাধ্যম।

এরই মধ্যে রোনালদোর ওই ঘটনায় শুরু হয়েছে তদন্ত। দেশটির গণমাধ্যমের দাবি, রোনালদোর অনৈতিক আচরণ অনুসন্ধান শুরু করেছে লিগের ডিসিপ্লিনারি কমিটি। তদন্তে রোনালদোর আচরণ প্রশ্নবিদ্ধ হলে প্রমাণিত হলে নিষিদ্ধ হতে পারেন সিআর সেভেন।

এর আগে গত রবিবার আল নাসরের বিপক্ষে ম্যাচে মেসির নামে স্লোগান দেয় আল শাবার সমর্থকরা। বারবার মনোযোগ হারালেও ওই ম্যাচে গোল করে ৩-২ গোলে দলকে জেতান রোনালদো। এরপর ওই সমর্থকদের উদ্দেশ্য করে বাজে অঙ্গভঙ্গি দেখান রোনালদো। যা এরই মধ্যে ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

এদিকে রোনালদোর এমন বাজে উদযাপন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক সৌদি ফুটবল সমর্থক। সৌদির রীতিনীতি এবং আচরণের সাথে রোনালদোর ওই বাজে উদযাপন অসঙ্গতিপূর্ণ বলেও মন্তব্য করেছেন অনেকে। এখন শাস্তি আসবে কী আসবে না সেটা অপেক্ষা করছে তদন্ত প্রতিবেদনের উপর।

সৌদি প্রো লিগে ২১ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আল নাসর। এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে নেইমারের আল হিলাল। আর যে সমর্থকরা মেসির নামে স্লোগান দিচ্ছিলেন তাদের দল আল শাবাব ২১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে আছে ১১ নম্বরে।

আরও পড়ুন: ১৬টি চার-ছক্কায় ১১১ রান বাবরের, তবুও কষ্টার্জিত জয়

ক্রিফোস্পোর্টস/২৭ফেব্রুয়ারি২৪/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল