Connect with us
ক্রিকেট

৮৭ বছরের রেকর্ড ভেঙে অস্ট্রেলিয়ায় কীর্তি গড়ল দর্শকরা

Melbourne test record crowd in India-Australia match
মেলবোর্নে রেকর্ড দর্শক। ছবি- ক্রিকইনফো

টি-টোয়েন্টি এবং ওয়ানডে ক্রিকেটে প্রভাবে রীতিমতো মরতে বসেছে টেস্ট ক্রিকেট। এমন দাবি করেন সংশ্লিষ্ট ক্রিকেট বোদ্ধরা। অবশ্য এই কথার বাস্তব ভিত্তিও রয়েছে বর্তমানের ব্যস্ততম এই বিশ্বে। তবে এবার যেন বক্সিং ডে টেস্টে সকল দাবি হাওয়ায় মিলিয়ে দিলেন দর্শকরাই। অস্ট্রেলিয়ার মাটিতে ৮৭ বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ সংখ্যক দর্শক মাঠে এসেছেন টেস্ট ক্রিকেট দেখতে।

বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজের চতুর্থ টেস্টের পঞ্চম দিন আজ ৩৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছে ভারত। অবশ্য এই ম্যাচ জিততে হলেও সফরকারীদের গড়তে হবে নতুন রেকর্ড। যদিও ম্যাচের গতিপথ দেখে ধারণা করা যাচ্ছে ড্র হবে বক্সিং ডে টেস্ট। তবে ম্যাচ শেষ হওয়ার আগেই রেকর্ডের পাতায় নাম লিখেছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার এই ম্যাচ।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) আজ পঞ্চম দিনের চা বিরতির আগ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এই টেস্ট দেখতে মাঠে এসেছেন ৩ লাখ ৬৬ হাজারের বেশি দর্শক। রিপোর্ট করা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী আজ শেষ দিনে মাঠে এসে খেলা দেখেছেন অন্তত ৬৬ হাজার মানুষ। অবশ্য দিনের শেষ সেশনে এই সংখ্যা বাড়তে পারে আরও বেশ খানিকটা।

India Australia Melbourne test huge crowd

মেলবোর্ন টেস্টে দর্শকদের ভিড়।

পাঁচ দিনের এই টেস্ট ম্যাচের প্রায় প্রতিদিনই ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। ম্যাচের প্রথম দিনে ৮৭ হাজার ২৪২ জন দর্শক মাঠে এসছিলেন। দ্বিতীয় দিনে মাঠে এসে খেলা দেখেন ৮৫ হাজার ১৪৭ জন দর্শক, তৃতীয় দিনে খেলা দেখতে আসেন ৮৩ হাজার ৭৩ জন। এরপর চতুর্থ দিন মাঠে দর্শক সংখ্যা ছিল ৪৩ হাজার ৮৬৭ জন।

আরও পড়ুন: 

» বিপিএলে একাধিক তারকার অনুপস্থিতি এবং দলগুলোর প্রত্যাশা

» নীতিশ কুমার রেড্ডি: প্রথম টেস্ট সেঞ্চুরিতে নতুন দিগন্তের উন্মোচন

এর আগে ১৯৩৭ সালের জানুয়ারি মাসে মেলবোর্নে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ম্যাচে মাত্র ৩৭৫ বলে ২৭০ রানের অসাধারণ এক ইনিংস খেলেছিলেন স্যার ডন ব্র্যাডম্যান। ব্র্যাডম্যানের নেতৃত্বে ম্যাচটি অস্ট্রেলিয়া জিতেছিল ৩৬৫ রানের বিশাল ব্যবধানে। সেই ম্যাচে মাঠে রেকর্ড সংখ্যক ৩ লাখ ৫০ হাজার ৫৩৪ দর্শক উপস্থিত হয়েছিল। এবার বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্ট ভেঙে দিল ৮৭ বছর আগের সেই রেকর্ড।

এই রিপোর্ট করা পর্যন্ত ভারতের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১২৬ রান। জয়ের জন্য ভারতের প্রয়োজন আরও ২১৪ রান। এদিকে দিনের খেলা শেষ হতে বাকি আর মাত্র ৩০ ওভার। সফরকারীদের খেলার ধরণ দেখে বোঝা যাচ্ছে তারা খেলছেন ম্যাচ ড্র করার জন্য। আর অস্ট্রেলিয়া দ্রুত সময়ে নির্ধারিত ওভারে ভারতের বাকি সব উইকেট তুলে নিয়ে ম্যাচ জিততে চায়।

ক্রিফোস্পোর্টস/৩০ডিসেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট