Connect with us
অন্যান্য

দায়িত্ব নিয়েই তিন বিষয়ে সংস্কারের সিদ্ধান্ত নিলেন ক্রীড়া উপদেষ্টা

Asif Mahmud BD sports
দেশের ক্রীড়া ক্ষেত্রে ব্যপক সংস্কারের আভাস দিয়েছেন আসিফ মাহমুদ। ছবি- সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার কদিন আগেই দেশের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। ড. মোহাম্মদ ইউনূস সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব নিয়েই তিন বিষয়ে সংস্কারের সিদ্ধান্ত নিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক দেশের ক্রীড়া ক্ষেত্রে ব্যাপক সংস্কারের আভাস দিয়েছেন। এর অংশ হিসেবে দায়িত্ব নেওয়ার পর রোববার সচিবালয়ে অফিস করেন তিনি।

শুরুতেই দেশের ক্রীড়া ক্ষেত্রে এখনই তিনটি সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন আসিফ মাহমুদ। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘তিনটি বিষয়ের মধ্যে একটি শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম পরিবর্তন, বাংলাদেশে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভবিষ্যৎ।’

শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম পরিবর্তন

আসিফ মাহমুদ বলেন, ‘শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে। এই ইনস্টিটিউটের নাম পরিবর্তন করা হবে। কেননা, বাংলাদেশের বড় ধ্বংসযজ্ঞের সঙ্গে শেখ হাসিনার নাম জড়িয়ে আছে, তার নির্দেশে সহস্র ছাত্র–জনতা মারা গেছে। ইনস্টিটিউটের নাম ‘বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট’ হবে।’

আরও পড়ুন :

» ৫ বছর অপেক্ষার পর কমিউনিটি শিল্ড শিরোপা জিতলো ম্যানসিটি

» বিশ্বকাপ আয়োজনের জটিলতা দূর করতে কাজ শুরু করেছেন আসিফ

» মেলবোর্নকে হারিয়ে সিরিজে শুভসূচনা করল বাংলাদেশ এইচপি

এছাড়া এটা শুধু ক্রীড়া মন্ত্রণালয়েই নয়, প্রতিটি ক্ষেত্রেই করা হবে বলেও জানিয়েছেন তিনি।

বাংলাদেশে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন

পূর্ব সূচি অনুযায়ী আগামী ৩ অক্টোবর বাংলাদেশের মাটিতে পর্দা উঠার কথা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। এবারের আসরের পর্দা নামবে ২০ অক্টোবর। তবে বাংলাদেশে সরকার পতনের পর নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে বাংলাদেশে বিশ্বকাপ আয়োজনের বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

afis mahmud ministry

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি- সংগৃহীত

এ বিষয়ে সচিবালয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে বিসিবির সঙ্গে কথা বলেছি। এখানে সবচেয়ে বেশি যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা। এ বিষয়ে আজই ড. ইউনূস স্যারের সঙ্গে বিস্তারিত কথা বলবো। তিনি ক্রীড়াপ্রেমী মানুষ, তিনি এ বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করবেন।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকে তার সরকারের অনেক মন্ত্রী-এমপি গোপনে দেশ ছাড়েন। অনেকে আত্মগোপনে আছেন। সেই তালিকায় রয়েছেন সাবেক ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বোর্ডে তার অনুপস্থিতি বড় প্রভাব ফেলেছে, বিশেষ করে বৈশ্বিক এই আয়োজনটি ঘিরে বোর্ড সভাপতি না থাকায় বড় সমস্যা দেখা দিয়েছে।

এ নিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে যিনি আছেন তিনি অনুপস্থিত। কিন্তু বিসিবি যেহেতু আইসিসির অধীনে তাই এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না। বিসিবির পরিচালকরা আইসিসির নিয়মের মধ্যে থেকে কীভাবে বিষয়টি সমাধান করা যায়, তা করছেন।’

ক্রিফোস্পোর্টস/১১আগস্ট২৪/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য