Connect with us
অন্যান্য

খেলাধুলায় তরুণদের আগ্রহ বাড়াতে ব্যবস্থা নেবে ক্রীড়া মন্ত্রণালয়

Asif Mahmud Sojib Bhuiyan
ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন আসিফ মাহমুদ। ছবি- সংগৃহীত

বর্তমান তথ্য প্রযুক্তির যুগে ধীরে ধীরে খেলাধুলার প্রতি আগ্রহ হারাচ্ছে দেশের তরুণেরা। যা দেশের ক্রীড়াঙ্গণের জন্য মঙ্গলজনক নয়। তবে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়।

সোমবার (২ সেপ্টেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদে ক্রীড়াঙ্গণের সার্বিক উন্নয়নে ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সভার প্রধান অতিথি ছিলে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। এছাড়া দেশের বিভিন্ন গণমাধ্যমের ক্রীড়া বিভাগের প্রধান এবং দেশের শীর্ষ ক্রীড়া সাংবাদিকরা এই সভায় উপস্থিত ছিলেন।

এসময় খেলাধুলার প্রতি দেশের তরুণদের আগ্রহ হারানোর বিষয়টি তুলে ধরে আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘আমরা যখন ছোট ছিলাম তখন গ্রামগঞ্জে খেলাধুলার তরুণদের অনেক বেশি আগ্রহ ছিল। তবে এখন দেখি মাঠ খালি থাকে। আমাদের শুধু ফেডারেশনের খেলাধুলার মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না। এর বাইরে বৃহৎ একটা অংশ আছে, সেখানেও নজর দিতে হবে।’

আরও পড়ুন:

» বৃষ্টি না হলে হেসেখেলেই জিতবে বাংলাদেশ, বিশ্বাস সুজনের

» দশে দশ পেলেন তাসকিন-নাহিদ-হাসান 

দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং দুর্নীতি প্রতিরোধে ক্রীড়া সাংবাদিকদের উদ্দেশ্যে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘দেশের ক্রীড়াঙ্গনের দুর্নীতি প্রতিরোধে আপনারা অনুসন্ধানী প্রতিবেদন করেছেন। আমি আশাবাদী আপনারা এটা চালিয়ে যাবেন। শুধু খেলোয়াড়দের নিয়েই নয়, এর বাইরেও কোনো খেলায় অনিয়ম হলে সেটা প্রতিবেদনে তুলে ধরবেন। তাহলে আমরা ব্যবস্থা গ্রহণ নিতে পারব।’

তিনি আরও বলেন, ‘একজন সাধারণ মানুষ, একজন ক্রীড়ানুরাগী হিসেবে যখন অনুসরণ করতাম তখন দেখেছি অনেক প্রতিবেদনের থাম্বনেইলের সঙ্গে বা ক্যাপশনের সঙ্গে কনটেন্টের মিল নেই। আমার মনে হয়, আপনারা যারা দায়িত্বে আছেন তারা এই জায়গা থেকে কীভাবে আরও বস্তুনিষ্ঠভাবে প্রতিবেদব তৈরি করা যায় সেদিকে নজর দেবেন।’

ক্রিফোস্পোর্টস/২সেপ্টেম্বর২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য