Connect with us
ক্রিকেট

শেষ ম্যাচ জিতে ইংলিশদের কাছে হোয়াইটওয়াশ এড়াল শ্রীলঙ্কা

ইংলিশদের হারাল শ্রীলঙ্কা। ছবি- ক্রিকইনফো

লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজ আগেই জিতে নিয়েছিল ইংল্যান্ড। নিজেদের ঘরের মাঠে প্রথম দুই ম্যাচ জিতে নিয়েছিল স্বাগতিকরা। তবে এবার শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে লঙ্কানরা। সিরিজের শেষ ম্যাচে ইংলিশদের হারিয়ে হোয়াইটওয়াশ এড়াল ধানাঞ্জায়া ডি সিলভার দল।

আজ সোমবার (৯ সেপ্টেম্বর) ওভাল টেস্টের চতুর্থ দিনেই ম্যাচ জিতে নিয়েছে শ্রীলঙ্কা। ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে তাদের বিপক্ষে প্রায় ১০ বছর পর টেস্টে জয়ের স্বাদ পেল শ্রীলঙ্কা। আজ শেষ ম্যাচ স্বাগতিকরা হারলেও ২-১ ব্যবধানে সিরিজ জিতে শিরোপা ঘরে রেখে দিয়েছে ইংলিশরা।

ইংল্যান্ডকে অনেকটা তাদের ভাষাতেই হারিয়েছে শ্রীলঙ্কা। তাদের আবিষ্কৃত বাজবল ক্রিকেটেই পথ ফিরে পেয়েছে প্রতিপক্ষ। যেখানে দ্রুত গতির ব্যাটিংয়ে বাজিমাত করে সফরকারীরা। যার মধ্যমনী ছিলেন পাথুন নিশাঙ্কা। তার ঝড়ো গতির সেঞ্চুরিতে ভর করে সহজ জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা।

২১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উড়ন্ত ব্যাটিং করেছেন ওপেনার পাথুন নিশাঙ্কা। শেষ পর্যন্ত অপরাজিত ১২৪ বলে ১২৭ রান করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি। দারুন এই ইনিংসেস নিশাঙ্কার ব্যাট থেকে আসে ২ ছক্কা ও ১৩ বাউন্ডারি। 

উইকেটের অপর প্রান্তে ৩২ রান করে অপরাজিত ছিলেন এঞ্জেলো ম্যাথিউস। এদিকে শুরুতে আরেক ওপেনার টিকতে পারেননি বেশিক্ষণ। ৮ রান করে দিমুথ কারুনারাত্নে ফিরে গেলে নিশাঙ্কার সঙ্গে জুটি বেধেছিলেন কুশল মেন্ডিস। তার ব্যাট থেকে আসে ৩৯ রান।

এর আগে প্রথম ইনিংসে অলি পেঁপের দারুন সেঞ্চুরিতে ভর করে ৩২৫ রান করেছিল ইংল্যান্ড। জবাবে ২৬৩ রান পর্যন্ত তুলতে সক্ষম হয় সফরকারীরা। তবে এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই বিপর্যয়ে পড়ে যায় ইংলিশরা। মাত্র ১৫৬ রানের গুটিয়ে যায় তাদের ইনিংস। এতে ২১৯ রানের লক্ষ্য পায় শ্রীলঙ্কা।

আরও পড়ুন: প্রথম টেস্টে ভারতের শক্তিশালী একাদশ, যা ভাবছেন মিরাজ

ক্রিফোস্পোর্টস/৯সেপ্টেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট