এক ম্যাচ হাতে রেখে আগেই ভারতের কাছে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খুয়িয়ে ছিল শ্রীলঙ্কা। এবার তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ভারতের কাছে হেরে হোয়াইটওয়াশ হলো স্বাগতিকরা। আর এতে করেই নতুন এক লজ্জার রেকর্ড গড়ে ফেলল লঙ্কান ক্রিকেট। যেই তালিকায় বাংলাদেশকে টপকে সবার উপরে উঠে এলো তারা।
সম্প্রতি সময়ে টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের প্রথম দল হিসেবে শত ম্যাচ পরাজয়ের রেকর্ড গড়েছিল বাংলাদেশ। এরপর সেই ধারাবাহিকতায় কিছুদিনের মধ্যে শ্রীলঙ্কাও নিজেদের শততম টি-টোয়েন্টি পরাজয়ের স্বাদ গ্রহণ করেছিল। এবার বাংলাদেশকে পেছনে ফেলে সংক্ষিপ্ত এই ফরমেটে সর্বোচ্চ ম্যাচ হারের লজ্জা পেল শ্রীলংকা।
বর্তমানে টি-টোয়েন্টিতে বাংলাদেশের ম্যাচ পরাজয়ের সংখ্যা ১০৪। গতকাল রাতে ভারতের কাছে হেরে এই তালিকায় ১০৫ ম্যাচ পরাজয়ের রেকর্ড করে সকলের শীর্ষে উঠে এসেছে শ্রীলঙ্কা। যেখানে তারা খেলেছে ১৯৮ টি-টোয়েন্টি ম্যাচ। অপরদিকে বাংলাদেশ এখন পর্যন্ত খেলেছে ১৭৬ টি-টোয়েন্টি ম্যাচ।
বাংলাদেশ ও শ্রীলঙ্কা বাদেও টি-টোয়েন্টি ইতিহাসে শতাধিক ম্যাচ পরাজয়ের রেকর্ড রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। তারা এখন পর্যন্ত ২০২ টি-টোয়েন্টি খেলে পরাজয়ের স্বাদ পেয়েছে ১০১ ম্যাচে। অপরদিকে ১৫০ টি-টোয়েন্টি খেলা জিম্বাবুয়ের পরাজয়ের পরিসংখ্যান ৯৯ ম্যাচে। এরপরে পাকিস্তান ও নিউজিল্যান্ড হেরেছে সমান ৯২ টি করে ম্যাচ। আর ভারতের পরাজয় ৬৯ ম্যাচে।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার (৩০ জুলাই) শ্রীলঙ্কার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সুপার ওভারে গিয়ে ম্যাচ জিতে নিয়েছিল ভারত। যেখানে আগে ব্যাট করে ১৩৭ রান তুলতে সক্ষম হয় সফরকারীরা। জবাবে নির্ধারিত ওভারে সমান সংখ্যক রান করলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। যেখানে আগে ব্যাট করে ২ রান তুলতে পারে শ্রীলঙ্কা।
ওভারের প্রথম বলে হোয়াইট ও একটি সিঙ্গেলে এই রান করতে পারে তারা। এরপর ওয়াশিংটন সুন্দরের পরপর দুই বলে কুশাল পেরেরা ও পাথুম নিশাঙ্কা আউট হলে ৩ রানের লক্ষ্য পায় ভারত। জবাবে প্রথম বলেই বাউন্ডারি হাকিয়ে ম্যাচ জিতিয়ে নেন ভারতীয় অধিনায়ক সূর্য কুমার যাদব। এদিন গোটা ম্যাচে ব্যাটে বলে পারফর্ম করে ম্যাচ সেরার পুরস্কার পান ওয়াশিংটন সুন্দর।
আরও পড়ুন: সুপার ওভারে জিতে লঙ্কানদের হোয়াইটওয়াশ করল ভারত
ক্রিফোস্পোর্টস/৩১জুলাই২৪/এফএএস