Connect with us
ক্রিকেট

নারী এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

Sri Lanka defeated India in the Women's Asia Cup final
ভারতকে হারিয়ে প্রথমবার এশিয়া কাপ জিতল শ্রীলঙ্কা। ছবি- সংগৃহীত

নারী এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতল শ্রীলঙ্কা। ভারত ও বাংলাদেশের পর তৃতীয় দল হিসেবে এশিয়ার সেরা হয়েছে লঙ্কান মেয়েরা। ফাইনালে ৭ বারের চ্যাম্পিয়ন ভারতকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা।

রোববার (২৮ জুলাই) ডাম্বুলায় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬৫ রান করে দলটি। জবাবে ৮ বল ৮ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় শ্রীলঙ্কার মেয়েরা।

১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে শ্রীলঙ্কা। দলীয় ৭ রানের মাথায় রানআউটের শিকার হয়ে ফিরে যান বিশ্বি গুণারত্নে। তবে প্রাথমিক বিপত্তি সামাল দিয়ে অধিনায়ক চামারি আতাপাত্তু ও হরশিথা সামারাউইকরামার জুটিতে ভর করে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। দ্বিতীয় উইকেটে ৬৩ বলে ৮৭ রান যোগ করেন এই দুই ব্যাটার।

আরও পড়ুন:

» সিন নদীতে বিয়ের আংটি হারানোয় স্ত্রীকে দিলেন অদ্ভুত এক প্রস্তাব!

» পাকিস্তানের হয়ে খেলার আর আগ্রহ নেই শোয়েব মালিকের 

দলীয় ৯৪ রানের মাথায় দীপ্তি শর্মার বলে বোল্ড হয়ে ফিরে যান আতাপাত্তু। প্যাভিলিয়নে ফেরার আগে ৪৩ বলে ৬১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন এই লঙ্কান কাপ্তান। আতাপাত্তু ফিরে যাওয়ার পর নতুন ব্যাটার হিসেবে মাঠে আসা কাবিশা দিলহারির সঙ্গে জুটি গড়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন হরশিথা। তাদের ৪০ বলে ৭৩ রানের অপরাজিত জুটিতে ভর করে ১৮.৪ ওভার খেলেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

হরশিথা ৫১ বলে ৬৯ রান করে অপরাজিত ছিলেন। যেখানে ৬ টি চার ও ২টি ছয়ের মার রয়েছে। এছাড়া ১ চার ও ২ ছয়ে ১৬ বলে ৩০ রানের দারুণ এক ইনিংস খেলছেন কাবিশা। ভারতের হয়ে চার ওভারে ১টি উইকেট শিকার করেছেন দীপ্তি।

এদিকে শুরুতে ব্যাট করতে নেমে ভারতের ওপেনার স্মৃতি মান্ধানার ৪৭ বলে ৬০, জেমিমাহ রদ্রিগেজের ১৬ বলে ২৯, রিচা ঘোষের ১৪ বলে ৩০ ও অন্যান্য ব্যাটারদের ছোট ছোট ক্যামিওতে ১৬৫ রানের পুঁজি পায় ভারত। তবে এদিন ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন ভারতের অধিনায়ক হারমানপ্রিত কর। ১১ বলে ১১ রান করেছেন তিনি। শ্রীলঙ্কার হয়ে বল হাতে ২টি উইকেট শিকার করেছেন কাবিশা। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন তিনজন বোলার।

ক্রিফোস্পোর্টস/২৮জুলাই২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট