পাকিস্তান ও বাংলাদেশের পর এশিয়া কাপের সুপার ফোরে পা রেখেছে ভারত। এখনো একটি দল বাকি। সেই লড়াইয়ে আছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। গ্রুপ ‘বি’ থেকে সুপার ফোরে যাওয়ার সহজ পথে আছে শ্রীলঙ্কা। সুযোগ আছে আফগানিস্তানেরও।
তবে আফগানিস্তানকে সুপার ফোরে যেতে মেলাতে হবে অনেক সমীকরণ। অন্যদিকে ম্যাচে অল্প ব্যবধানে হারলেও সুপার ফোরে যাবে শ্রীলঙ্কা। মূলত বাংলাদেশের কাছে ৮৯ রানে হেরে অনেক পিছিয়ে গেছে আফগানরা। পরের রাউন্ডে যেতে হলে নজিবুল্লাহদের জটিল সমীকরণ পার হতে হবে।
আফগানদের সামনে সমীকরণ- শ্রীলঙ্কা আগে ব্যাটিং করলে যে টার্গেট দেবে তা ৩৫ ওভারের মধ্যে পার করতে হবে। আর আফগানিস্তান প্রথমে ব্যাটিং নেমে যত রানই করুক, শ্রীলঙ্কাকে কমপক্ষে রানে হারাতে হবে। এতে রানরেট এবং পয়েন্ট ব্যবধানে এগিয়ে শেষ চার নিশ্চিত হবে রশিদ-নবিদের।
বি গ্রুপ থেকে পয়েন্ট টেবিলে শ্রীলঙ্কা শীর্ষে। বাংলাদেশকে হারানোর পর লঙ্কানদের রানরেট ০.৯৫১। দুই ম্যাচে এক জয়ে বাংলাদেশের রানরেট ০.৩৭৩। আফগানরা মাইনাসে আছে -১.৭৮০ পয়েন্ট নিয়ে।
আরও পড়ুন: এশিয়া কাপে গ্রুপপর্বের শেষ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ক্রিফোস্পোর্টস/৫সেপ্টেম্বর২৩/এজে