Connect with us
ক্রিকেট

বাংলাদেশকে পেছনে ফেলে বড় উন্নতি শ্রীলঙ্কার

Sri Lanka has made a big improvement over Bangladesh
টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বেশ উন্নতি করেছে লঙ্কানরা। ছবি- সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বেশ উন্নতি করেছিল বাংলাদেশ। টানা দুই জয়ে তালিকার চারে উঠে এসেছিল টাইগাররা। তবে ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে হারের পর অবনতি হয় নাজমুল হোসেন শান্তদের।

চেন্নাই টেস্টে ২৮০ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে দুই ধাপ পিছিয়ে ছয়ে নেমে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা। তাদেরকে পেছনে ফেলে এগিয়ে গেছে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড।

এদিকে টানা দুই টেস্ট জিতে বেশ উন্নতি হয়েছে শ্রীলঙ্কার। ইংল্যান্ডকে তাদের মাটিতে হারানোর পর এবার ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হারিয়েছে লঙ্কানরা। এতে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে ধনাঞ্জয়া ডি সিলভার দল।

আরও পড়ুন:

» সাকিবের প্রশংসায় পঞ্চমুখ নির্বাচক হান্নান

» বাফুফের সভাপতি পদে নির্বাচন করবেন তাবিথ আওয়াল 

চেনাই টেস্টে বাংলাদেশকে হারিয়ে পয়েন্ট শীর্ষস্থানে নিজেদের জায়গা আরো পাকাপোক্ত করে নিয়েছে ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে ১০ টেস্ট খেলে ৭ জয়, ২ হার ও ১ ড্রয়ের দেখা পেয়েছে রোহিত শর্মার দল। বর্তমানে তাদের পয়েন্ট ৮৬, যেখানে শতাংশের হিসেবে ৭১.৬৭ পয়েন্ট পেয়েছে গৌতম গম্ভীরের শিষ্যরা।

১২ ম্যাচে ৮জয়, ৩ হার ও ১ ড্রয়ে ৯০ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে অস্ট্রেলিয়া। শতাংশের হিসেবে ৬২.৫০ পয়েন্ট পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। তিনে উঠে আসা শ্রীলঙ্কা ৮ ম্যাচে ৪ জয়ের বিপরীতে ৪টিতে হেরেছে। তাদের বর্তমান পয়েন্ট ৪৮ এবং ৫০ শতাংশ জয় তাদের।

একধাপ পিছিয়ে চারে নেমে যাওয়া নিউজিল্যান্ড ৭ ম্যাচে ৩ জয়ের বিপরীতে ৪টিতে হেরেছে। এতে শতাংশের হিসেবে ৪২.৮৬ পয়েন্ট পেয়েছে তারা। পাঁচে অবস্থান করা ইংল্যান্ড সর্বোচ্চ ১৬ ম্যাচ খেলে ৮ জয়ের বিপরীতে ৭ হার ও ১টিতে ড্র করেছে। এতে শতাংশের হিসেবে ৪২.১৯ পয়েন্ট পেয়েছে ব্রেন্ডন ম্যাককালামের শিষ্যরা।

দুই ধাপ পিছিয়ে ছয়ে নেমে যাওয়া বাংলাদেশের পয়েন্ট ৩৩। ৭ ম্যাচে ৩ জয় ও ৪ হারে শতাংশের হিসেবে ৩৯.২৯ পয়েন্ট পেয়েছে টাইগাররা। এছাড়া সাতে থাকা দক্ষিণ আফ্রিকা ৩৮.৮৯ শতাংশ, আটে থাকা পাকিস্তান ১৯.০৫ শতাংশ এবং সবার শেষে থাকা ওয়েস্ট ইন্ডিজ ১৮.৫২ শতাংশ পয়েন্ট পেয়েছে।

ক্রিফোস্পোর্টস/২৩সেপ্টেম্বর২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট