শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) ওপর দেওয়া বহিষ্কারাদেশ শিথিল করেছে দেশটির ক্রিড়ামন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্ডো।
ওই পোস্টের মাধ্যমে তিনি আশা ব্যক্ত করেছেন, শ্রীঘ্রই এসএলসিকে দেওয়া নিষেধাজ্ঞা শিথিল করবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি।
পোস্টে ফার্নান্ডো আরও লিখেছেন, ‘আমাদের ওপর দেওয়া আইসিসির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার লক্ষ্যে আমি আজ শ্রীলঙ্কা ক্রিকেটে অন্তর্বর্তীকালীন কমিটি নিয়োগের সিদ্ধান্ত তুলে নিতে একটি গেজেটে স্বাক্ষর করেছি।’
সদ্যসমাপ্ত বিশ্বকাপে খারাপ পার্ফমের কারণ দেখিয়ে দেশটির সাবেক ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে এসএলসিকে বরখাস্ত করেছিলেন। ক্রিকেট বোর্ডে সরকার হস্তক্ষেপ করায় এসএলসিকে বরখাস্ত করে আইসিসি। এরপর গত ২৭ নভেম্বর রোশানকে মন্ত্রীসভা থেকে বরখাস্ত করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।
এর আগে গত ১০ নভেম্বর শ্রীলঙ্কান ক্রিকেটকে সাময়িক সময়ের জন্য নিষেধাজ্ঞা দেয় আইসিসি। এরপর আইসিসির সর্বশেষ বৈঠকেও নিষেধাজ্ঞা বহাল রাখা হয়। ফলে আসন্ন অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ শ্রীলঙ্কা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, এসএলসির ওপর আইসিসির নিষেধাজ্ঞা থাকলেও নিজ দেশে সকল ক্রিকেটীয় কার্যক্রম পরিচালনার সুযোগ থাকছে।
আরও পড়ুন: বিশ্বকাপে সুযোগ না পাওয়া জিম্বাবুয়ে লঙ্কানদের প্রস্তুতি মঞ্চ?
ক্রিফোস্পোর্টস/১৩ডিসেম্বর২৩/এমএ