Connect with us
ক্রিকেট

টেস্ট-ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা

Ban tour of Sri
টেস্ট-ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা। ছবি- সংগৃহীত

ভারত বিশ্বকাপে খুবই বাজে পারফরম্যান্স করেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। বিশ্বকাপের পরপরই শ্রীলঙ্কা ক্রিকেটে হস্তক্ষেপ করে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। যার ফলে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সদস্যপদ স্থগিত করে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। যদিও পরবর্তীতে পুনরায় খেলার অনুমতি পায় শ্রীলঙ্কা।

বুধবার (২৯ নভেম্বর) ২০২৪ সালের ক্রিকেট প্ল্যান প্রকাশ করেছে শ্রীলংকা ক্রিকেট (এসলসি)। যেখানে দেখা যায়, আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার প্রকাশিত এই ভবিষ্যৎ সফরের সূচি অনুযায়ী, জানুয়ারির শুরুতেই তারা ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। একই মাসে ঘরের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলবে তারা।

আফগানিস্তান সিরিজের পরই বাংলাদেশ সফরে আসবে লংকানরা। ফেব্রুয়ারি থেকে মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজে বাংলাদেশের বিপক্ষে ২ টি টেস্ট , ৩ টি ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা।

বাংলাদেশ সিরিজের পর কিছুটা লম্বা বিরতি দিয়ে জুনে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিবে লংকানরা। আর বছরের শেষের দিকে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড সফরে যাবে লংকানরা।

 

আরও পড়ুন: সিলেটে দ্বিতীয় দিন শেষে চালকের আসনে টাইগাররা 

ক্রিফোস্পোর্টস/২৯নভেম্বর২৩/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট