নারী টি টোয়েন্টি বিশ্বকাপ মিশনে আজ মাঠে নামবে বাংলাদেশ। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা। যারা বিশ্বকাপ শুরু করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে।
এদিকে বাংলাদেশও চায় জয় দিয়ে আসর শুরু করতে। বিশ্ব মঞ্চে এ জয়ের জন্য গত ৯ বছর ধরে অপেক্ষায় মেয়েরা। কেপটাউনে রাত এগারটায় শুরু হবে ম্যাচটি। আর ম্যাচে বাংলাদেশের জন্য টার্নিং পয়েন্ট হতে পারেন একজন লঙ্কান।
অপর দিকে প্রতিপক্ষের গোপন খবর ফাঁস করে দিতে বাংলাদেশের আছেন হাসান তিলকারত্নে। মাত্র কদিন আগেও ছিলেন লঙ্কান কোচ।
টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা বলেন, শ্রীলংকার শক্তি ও দুর্বলতার কথা আমরা জানি। মোটামুটি আমরা সেভাবেই প্ল্যান করেছি। এখন শুধু মাঠে তা প্রয়োগের পালা।
লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু বলেন, আমাদের সাবেক কোচ এখন বাংলাদেশের কোচ। তিনি আমাদের সিক্রেট জানেন। তবে আমরা আমাদের প্ল্যান ও শক্তির উপরই ভরসা রাখতে চাই।
এদিকে আসরের প্রথম ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমক জাগানো শুরু করেছে শ্রীলঙ্কা। সেই তুলনায় বাংলাদেশ কিছুটা পিছিয়ে রয়েছে। শুধু যে প্রস্তুতি ম্যাচে ভারত, পাকিস্তানের কাছে হেরেছে তা নয়, বিশ্বকাপেই গত তিন আসরে জয়শূণ্য মেয়েরা।
আরও পড়ুন: অশ্বিনের ফাইফার, অস্ট্রেলিয়াকে ইনিংসে হারাল ভারত
ক্রিফোস্পোর্টস/১২ফেব্রুয়ারি২৩/এসএ