Connect with us
ক্রিকেট

বৃষ্টিতে পণ্ড শ্রীলঙ্কা-নেপাল ম্যাচ, সুবিধা হলো বাংলাদেশের

crifo Sri lanka vs Nepal
বৃষ্টিতে পণ্ড শ্রীলঙ্কা-নেপাল ম্যাচ, সুবিধা হলো বাংলাদেশের

কথায় আছে, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। এই কথার যথার্থ উদাহরণ দেওয়া যেতে পারে আজ ভোরে বৃষ্টিতে পণ্ড হয়ে যাওয়া শ্রীলঙ্কা-নেপালের ম্যাচ। বৃষ্টিতে যেখানে শ্রীলঙ্কাকে পয়েন্ট ভাগাভাগি করতে হলো সেখানে বাংলাদেশের কোয়ার্টারে যেতে একটু সুবিধাই হলো।

বুধবার ভোরে ‘ডি’ গ্রুপ থেকে বিশ্বকাপের ২৩তম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল নেপাল ও শ্রীলঙ্কার।ভোর সাড়ে পাঁচটায় মাঠে গড়ানোর কথা থাকলেও বৃষ্টিতে একটি বলও মাঠে গড়ায়নি। শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়েছে ম্যাচটি। একটি করে পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে দুদলকে। এতে করে বিদায়ের শঙ্কা আরও ঘনীভূত হলো হাসারাঙ্গাদের।

Nepal fans showed up to support their team but it was a washout, Nepal vs Sri Lanka, T20 World Cup 2024, Lauderhill, June 11, 2024

লডারহিলের গ্যালারিতে পূর্ণতা এনেছিল নেপালি ভক্তরা। ছবি- ক্রিকইনফো

ম্যাচ পরিত্যক্ত হওয়ায় লাভ হয়েছে বাংলাদেশের। নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে জয় পেলেই সুপার এইট অনেকটা নিশ্চিত হয়ে যাবে টাইগারদের। তবে নেদারল্যান্ডস যদি বাংলাদেশকে হারিয়ে দেয় একই পরিমাণ সুযোগ থাকবে তাদের জন্যও। দুই দলই দুটি করে ম্যাচ খেলে একটিতে জিতেছে। পয়েন্টে দুই দল সমান হলেও নেট রান রেটে কিছুটা এগিয়ে বাংলাদেশ।

এদিকে ডি গ্রুপ থেকেই শুধু নয়, এবারের বিশ্বকাপে সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে দক্ষিণ আফ্রিকার। প্রথম দল হিসেবে এবারের বিশ্বকাপের সেরা আটে উঠেছে এইডেন মার্করামরা।

ফ্লোরিডা লডারহিলে ছিল তুমুল বৃষ্টি। টানা বৃষ্টির কারণে খেলা হওয়া তো দূরের কথা, টসও মাঠে গড়ায়নি।লডারহিলের মাঠে ড্রেনেজ সিস্টেম তেমন ভালো না হওয়ায় দ্রুতই ম্যাচ বাতিল করা হয়।

আরও পড়ুন: বিশ্বকাপে ভারত-যুক্তরাষ্ট্রের ম্যাচসহ আজকের খেলা (১২ জুন ২৪)

ক্রিফোস্পোর্টস/১২জুন২৪/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট