শ্রীলঙ্কার ক্রিকেটে রাজনৈতিক হস্তক্ষেপের দরুণ তাদের উপর আইসিসির যে নিষেধাজ্ঞা নেমে এসেছিল, তার ফল আরও দীর্ঘায়িত হতে যাচ্ছে। এবার নিষেধাজ্ঞা বহাল রাখার পাশাপাশি সামনের জানুয়ারী মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজক স্বত্ব কেড়ে নিলো আইসিসি।
২০২৪ সালের জানুয়ারী মাসে শ্রীলঙ্কায় অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ হওয়ার কথা ছিল। কিন্তু লংকান ক্রিকেটের উপর নিষেধাজ্ঞা বহাল থাকায় যুব বিশ্বকাপ শ্রীলঙ্কা থেকে সরিয়ে দক্ষিণ আফ্রিকাকে আয়োজক করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক এই সংস্থা (আইসিসি)। ক্রিকেট বিষয়ক খ্যাতনামা সংবাদ মাধ্যম ক্রিকবাজ তাদের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।
আজ (মঙ্গলবার) ভারতের আহমেদাবাদে এক জরুরি বোর্ড সভায় বসেছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। আগেই জানা গিয়েছিল যে, সভায় আসন্ন অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ, ওয়ানডে ফরম্যাট সম্পর্কে ভবিষ্যত পরিকল্পনা এবং লংকান ক্রিকেট নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে। শেষমেশ সভায় শ্রীলঙ্কাকে আগামী যুব বিশ্বকাপ আয়োজন না করতে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।
কিছু দিন আগে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডে সে দেশের সরকার হস্তক্ষেপ করায় গত ১০ নভেম্বর লংকানদের সদস্য পদ কেড়ে নেয়ার সিদ্ধান্ত নেয় আইসিসি। এতে তারা নিষেধাজ্ঞায় পড়ে যায়। আজকে আইসিসির করা বৈঠকেও তা বহাল রাখা হলে শ্রীলঙ্কার থেকে আয়োজক সত্ব কেড়ে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
একটি সূত্রের বরাতে ক্রিকবাজ জানায়, ‘তাদের উপর থেকে নিষেধাজ্ঞা এখনই তুলে নেয়ার কোনো সম্ভাবনা নেই।’ শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) থেকে কিছুদিন আগেই ক্ষমতাচ্যুত সভাপতি শাম্মি সিলভাও আইসিসির আজকের সভায় অংশ নেন। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৪ জানুয়ারী থেকে ১৫ ফেব্রুয়ারী যুব বিশ্বকাপের সময়সূচী ছিল।
কিন্তু সেই সময়ে দক্ষিণ আফ্রিকায় তাদের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হওয়ার কথা রয়েছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সময়সূচী ১০ জানুয়ারী থেকে শুরু করে ১০ ফেব্রুয়ারী পর্যন্ত। তবে এ ব্যাপারে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানান, দুটি আসরই এক সাথে আয়োজন করার সক্ষমতা আছে আমাদের। সাউথ আফ্রিকা ক্রিকেটের স্বায়ত্তশাসিত কমিটির স্বাধীনভাবে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি আয়োজনের সুযোগ রয়েছে।
আরও পড়ুন: ডেভিড ওয়ার্নারকেও ভারত সিরিজে বিশ্রাম দেয়া হলো
ক্রিফোস্পোর্টস/২১নভেম্বর২৩/এমএস/এমটি