Connect with us
ক্রিকেট

সর্বনিম্ন রানে অলআউটের লজ্জাজনক রেকর্ড গড়ল শ্রীলঙ্কা

Saouth Africa vs Srilanka
প্রোটিয়াদের বিপক্ষে ৪২ রানে গুটিয়ে গেছেন লঙ্কানরা। ছবি- সংগৃহীত

শ্রীলঙ্কা নিজেদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউটের লজ্জাজনক রেকর্ড গড়েছে।স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৪২ রানেই গুটিয়ে গেছে ধনাঞ্জয়া ডি সিলভার দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের সর্বনিম্ন ৩৬ রানের পর এটাই দ্বিতীয় সর্বনিম্ন রান।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ডারবানে প্রথম টেস্টে মুখোমুখি হয় দুই দল। প্রথমে ব্যাট করতে নেমে ১৯১ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৪২ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

১৯১ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে শ্রীলঙ্কা। মার্কো ইয়ানসেন-কাগিসো রাবাদাদের বোলিং তোপে দলীয় ১৬ রানেই ৪ উইকেট হারায় সফরকারীরা। দীনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দিমুথ করুণারত্নে ও পাথুম নিসাঙ্কা যথাক্রমে ০,১,২ ও ৩ রান করে ফিরে যান।

আরও পড়ুন:

» সাকিবের কীর্তিতে ভাগ বসালেন ইংলিশ স্পিনার 

» চ্যাম্পিয়ন্স ট্রফি : নাটকীয়তার অবসান ঘটিয়ে কাল আসতে পারে সিদ্ধান্ত 

এই বিশাল ধাক্কা সামালে কামিন্দু মেন্ডিস ও অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভার ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে শ্রীলঙ্কা। দুর্দান্ত ছন্দে থাকা কামিন্দু দুই সংখ্যার রান ছুতে সক্ষম হলেও ইনিংস বড় করতে ব্যর্থ হন। দলীয় ৩২ রানের মাথায় জেরাল্ড কোয়েটজির শিকার হয়ে ফিরে যান এই ব্যাটার। প্যাভিলিয়নে ফেরা আগে ১৩ রান করেন এই তারকা, যা শ্রীলঙ্কা ইনিংসের সর্বোচ্চ ব্যক্তিগত রান।

এরপর ধনাঞ্জয়া সিলভা ৭ এবং শেষ ৫ ব্যাটারের মধ্যে চারজন রানের খাতা খুলতেই ব্যর্থ হন। শেষদিকে ১০ রান করে অপরাজিত ছিলেন লাহিরু কুমারা।

দক্ষিণ আফ্রিকার হয়ে ১৩ রান দিয়ে ৭টি উইকেট শিকার করেছেন মার্কো ইয়ানসেন। টেস্ট ক্যারিয়ারে এটাই তার সেরা বোলিং ফিগার। এছাড়া কোয়েটজি ২টি এবং রাবাদা ১টি উইকেট শিকার করেছেন।

Marco Jansen registered his best figures in Test Cricket

টেস্টে ক্যারিয়ারসেরা বোলিং করেছেন মার্কো ইয়ানসেন। ছবি- সংগৃহীত 

এর আগে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। তবে অধিনায়ক টেম্বা বাভুমার ৭০ এবং অন্যান্য ব্যাটারদের ছোট ছোট ক্যামিওতে ১৯১ রানের পুঁজি পায় স্বাগতিকরা।

শ্রীলঙ্কার হয়ে লাহিরু কুমারা ও আসিথা ফার্নান্দো সমান ৩টি করে উইকেট শিকার করেছেন। এছাড়া ২টি করে উইকেট পেয়েছেন বিশ্ব ফার্নান্দো ও প্রবাথ জয়াসুরিয়া।

এতদিন টেস্টে শ্রীলঙ্কার সর্বনিম্ন রান ছিল ৭১। ১৯৯৪ সালে পাকিস্তানের বিপক্ষে ক্যান্ডিতে ৭১ রানে গুটিয়ে যায় স্বাগতিক দলটি।

ক্রিফোস্পোর্টস/২৮নভেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট