বিপিএল শেষ হওয়ার আগেই বাংলাদেশে এসে পৌঁছেছে শ্রীলঙ্কা জাতীয় দল। পূর্ণাঙ্গ সিরিজ খেলার লক্ষ্যে ২৭ সদস্যের বহর নিয়ে আজ দুপুরে ঢাকায় আসে লঙ্কানরা। আজ বিকেলের ফ্লাইটে সেখান থেকে সিলেট এসেছে শ্রীলঙ্কা দল। সেখানেই হওয়ার কথা বাংলাদেশ সফরের প্রথম টি-টোয়েন্টি সিরিজ।
এর আগে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামীকাল শুক্রবার (১ মার্চ) ঢাকায় আসার কথা ছিল শ্রীলঙ্কার। তবে জাতীয় দলের কোন ব্যস্ততা না থাকায় একদিন আগেই বাংলাদেশ এসে পড়েছে লঙ্কানরা। আজ বাংলাদেশ জাতীয় দলের কিছু খেলোয়াড়েরও সিলেট যাওয়ার কথা রয়েছে।
এই সফরে মিরপুরে নেই কোন ম্যাচ। আগামী ৪ মার্চ থেকে শুরু হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই সিরিজ। যেখানে বাকি দুই টি-টোয়েন্টি হবে যথাক্রমে ৬ ও ৯ মার্চ। প্রথম দুই ম্যাচ সন্ধ্যা ৬টায় এবং সিরিজের শেষ টি-টোয়েন্টি হবে বিকেল ৩টায়।
এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে চট্টগ্রাম যাবে উভয় দল। আগামী ১৩ মার্চ বেলা ২টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। বাকি দুই ম্যাচ হবে যথাক্রমে ১৫ ও ১৮ মার্চ। প্রথম দুই ম্যাচ দুপুরে একই সময় আয়োজিত হলেও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে সকাল ১০টায়।
সেখান থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ফের সিলেটে ফিরবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ২২-২৬ মার্চ। দ্বিতীয় টেস্ট খেলতে আবারও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আসবে দু’দল। সেখানে বাংলাদেশ সফরের শেষ এই ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল।
আরও পড়ুন: উন্মোচিত হলো বাংলাদেশ দলের নতুন জার্সি
ক্রিফোস্পোর্টস/২৯ফেব্রুয়ারি২৪/এফএএস