চলতি মাসে শ্রীলংকার বিপক্ষে দুটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে যাবে বাংলাদেশের নারী ক্রিকেটাররা। এ— দলের আসন্ন এই সিরিজে জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিসহ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সিরিজটি এ— দলের হলেও আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি নিতে জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড়কে রাখা হয়েছে এই সিরিজে। দুয়ারে টি-টোয়েন্টি বিশ্বকাপ বিবেচনায় নিয়েই দল ঘোষণা করেছে বিসিবি।
বাঘিনী-সিংহীদের এই লড়াই শুরু হবে ওয়ানডে ম্যাচ দিয়ে। আগামী ৮ সেপ্টেম্বর পেনাগোডার আর্মি স্টেডিয়ামে প্রথম ম্যাচ ও ১০ সেপ্টেম্বর কলোম্বোর থ্রুস্টানে দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে।
আরও পড়ুন :
» অবশেষে ৪০-এর কোটা ছুঁয়ে থামছেন ব্রাভো
» মেসিকে ছাড়াই ইন্টার মায়ামির দারুন জয়
এছাড়া ওয়ানডে সিরিজ শেষে ১২ সেপ্টেম্বর থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে লঙ্কানদের মুখোমুখি হবে টিম টাইগ্রেস। কলম্বোতে ফরম্যাটটির সব ম্যাচ অনুষ্ঠিত হবে। ১২ সেপ্টেম্বর পি সারা ওভাল স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের পর্দা উঠবে। ১৩ সেপ্টেম্বর একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচটি হবে। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি ১৫ সেপ্টেম্বর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে গড়াবে। এরপর চতুর্থ এবং শেষ ম্যাচটি যথাক্রমে ১৭ ও ১৯ সেপ্টেম্বর থ্রুস্টান এবং কল্টসে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের ১৫ সদস্যের দল যারা আছেন
রাবেয়া খান (অধিনায়ক), সোবহানা মোস্তারী, স্বর্ণা আক্তার, রিতু মনি, নাহিদা আক্তার, নিগার সুলতানা জ্যোতি, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাবিকুন নাহার জেসমিন, শামিমা সুলতানা, মুর্শিদা খাতুন, মারুফা আক্তার।
ক্রিফোস্পোর্টস/১সেপ্টেম্বর২৪/এইচআই/এসএ