Connect with us
ক্রিকেট

শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড : ১২ বছরের অপেক্ষার অবসান!

শ্রীলঙ্কা- নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। ছবি: সংগৃহীত

১২ বছরের আক্ষেপ ঘুঁচলো শ্রীলঙ্ককার। একযুগ পর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতার স্বাদ পেল লঙ্কানরা। ২০১২ সালে শেষবার কিউইদের বিপক্ষে সিরিজ জিতেছিলেন কুশাল মেন্ডিসরা।

গতকাল (রবিবার) ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি পাল্লেকেলে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্ককা। এই ম্যাচে ব্ল্যাক ক্যাপসদের ৩ উইকেটে হারিয়েছে লঙ্কানরা।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলংকার বোলিং তোপের মুখে পড়েন নিউজিল্যান্ডের ব্যাটাররা। শুরুতেই ৪ বলে ৪ রান করে ফেরেন ওপেনার টিম রবিনসন। ২২ গজে বেশিক্ষণ টিকতে পারেননি হেনরি নিকলসও। এরপর ওপেনার উইল ইয়ং এবং মার্ক চ্যাপম্যান দলের হাল ধরার চেষ্টা করেন।

জিওফ্রে ভ্যান্ডারসে শিকার হয়ে ইয়ং ফিরলে আবারও চাপে পড়ে নিউজিল্যান্ড। এরপর মিচেল হে কে সঙ্গে নিয়ে চ্যাপম্যান বড় সংগ্রহের পথে দিকে যান। তবে দলীয় ১৭৫ রানে চ্যাপম্যান অভিশা ফারনেন্দের শিকার হয়ে ফিরলে খেই হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। মিচেল হে এর ৪৯ রানের উপর ভর করে সব কয়টি উইকেট হারিয়ে ৪৫.১ওভার ২০৯ রানের গুটিয়ে যায় নিউজিল্যান্ড।

লঙ্ককানদের হয়ে মাহিশ থিকশানা এবং জিওফ্রে ভ্যান্ডারসে সর্বোচ্চ ৩টি করে উইকেট শিকার করেন। ২ উইকেট পান ফারনেন্দ।

সহজ লক্ষ্য তারা করতে নেমে ১৬৩ রানে ৭ উইকেট হারিয়ে বিপাকে পড়ে শ্রীলঙ্ককা। এ সময় মনে হচ্ছিল শেষ পর্যন্ত নিউজিল্যান্ড জিতে যাবে। তবে মেন্ডিসের অপরাজিত ৭৪ রান এবং মাহিশ থিকশানার ৪৪ বলে অপরাজিত ২৭ রান দলকে জয়ের জয় বন্দরে নিয়ে যান। ফলে ৭ উইকেটের জয় পান তারা।

এর আগে সিরিজের প্রথম ম্যাচটিতে ডিএলএসের নিয়মে নিউজিল্যান্ডকে ৪৫ রানে হারিয়েছে শ্রীলঙ্ককা। ফলে ২-০ তে এগিয়ে থেকে এক ম্যাচে হাতে রেখে সিরিজ নিশ্চিত করল লঙ্কানরা।

ক্রিকেট ইতিহাসের ১২ বছর পর ওডিআই সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়েছে শ্রীলঙ্কা। সেইসঙ্গে ঘরের মাঠে টানা ষষ্ঠবারের মতো ওডিআই সিরিজ জেতার কীর্তি গড়লো শ্রীলঙ্ককা। এর আগে ১৯৯৭ ও ২০০৩ সালে দলটি টানা ৫টি করে সিরিজ জিতেছিল। এছাড়া এক বছরের সর্বোচ্চ ৫টি ওয়ানডে সিরিজ জেতার কীর্তিও গড়লো লঙ্কানরা।

আরও পড়ুনঃ উয়েফা নেশনস লিগ : ইতালিকে হারিয়ে গ্রুপে শীর্ষে ফ্রান্স

ক্রিফোস্পোর্টস/১৮ নভেম্বর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট