Connect with us
ক্রিকেট

হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে আজ ভারতের সম্মুখীন হবে শ্রীলঙ্কা

ভারত বনাম শ্রীলঙ্কা। ছবি- সংগৃহীত

সময়টা খুব একটা ভালো যাচ্ছে না শ্রীলঙ্কার ক্রিকেটে। গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে হয়েছিল রীতিমতো ভরাডুবি। এরপর এখন ভারতের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে রেখেই হেরেছে লঙ্কানরা। তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে আজ। যেখানে ঘরের মাঠে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে ভারতের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা।

আজ মঙ্গলবার (৩০ জুলাই) শ্রীলঙ্কার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে স্বাগতিকরা। এদিন বাংলাদেশ সময়ের সন্ধ্যে সাড়ে ৭টায় মাঠে গড়াবে ম্যাচ। যেখানে লঙ্কানদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে মুখিয়ে থাকবে ভারত।

এর আগে সিরিজের প্রথম দুই ম্যাচে ভারতের কাছে কোন প্রকার পাত্তাই পায়নি শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে লঙ্কানদের ৪৩ রানে পরাজিত করেছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচেও ভারতের কাছে হারের স্বাদ পেয়ে সিরিজ খুয়িয়েছে শ্রীলঙ্কা। বৃষ্টি বিঘ্নিত সেই ম্যাচে ডিএলএস মেথডে ৭ উইকেটের জয় পায় ভারত।

আরও পড়ুন : 

তিন আফগান নিয়েও হেরেছে গুজরাট

চেন্নাইয়ের হারের পর ধোনিকে নিয়ে স্ত্রীর পোস্ট

আইসিসির এলিট আম্পায়ার শরফুদ্দৌলার ক্যারিয়ার

চট্টগ্রাম টেস্ট রেখেই দেশের বিমানে উঠলেন চান্দিমাল

শ্রীলঙ্কার বিপক্ষে কেন ব্যর্থ ব্যাটাররা? যা বললেন জাকির

পরিসংখ্যান অনুযায়ী ভারত ও শ্রীলঙ্কার মুখোমুখি সর্বশেষ ১০ দেখায় ৭ বার জয়ের হাসি হেসেছে ভারত। বাকি ৩ বার ফলাফল গেছে লঙ্কানদের পক্ষে।

এদিকে ঘাড়ের ইনজুরির কারণে দ্বিতীয় ম্যাচে ভারতের হয়ে খেলতে পারেনি শুভমান গিল। রিপোর্ট অনুযায়ী আজকের ম্যাচেও তাকে মাঠে দেখা না যেতে পারে। এছাড়া লম্বা সময় টানা খেলে আসা আর্শদীপ সিং ও অক্ষর পাটেলকে বিশ্রাম দিয়ে এই ম্যাচে ভারত খেলাতে পারে ওয়াশিংটন সুন্দর ও খলিল আহমেদকে।

উভয় দলের সম্ভাব্য একাদশ:

ভারত: যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব (অধিনায়ক), ঋষভ পান্ত (উইকেটরক্ষক), রিয়ান পরাগ, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল/ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, খলিল আহমেদ ও মোহাম্মদ সিরাজ।

শ্রীলঙ্কা: পাথুম নিসাঙ্কা, কুশাল মেন্ডিস (উইকেটরক্ষক), কুশাল পেরেরা, কামিন্দু মেন্ডিস, চরিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, রমেশ মেন্ডিস, মাহেশ থিকশানা, মাথিশা পাথিরানা ও অসিথা ফার্নান্দো।

আরও পড়ুন:

ভারতের সাহস দেখতে চান সাবেক পাকিস্তানি ক্রিকেটার

ক্রিকেটে ফলো-অন হলে কী হয়?

চট্টগ্রাম টেস্টসহ আজকের খেলা (১ এপ্রিল ২৪)

এনরিকের আশা, মত বদলে পিএসজিতেই থাকবেন এমবাপ্পে

শ্রীলঙ্কার চেয়ে এখনো ৪৭৬ রানে পিছিয়ে বাংলাদেশ

ক্রিফোস্পোর্টস/৩০জুলাই২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট