কলম্বো টেস্টের চতুর্থ দিন আফগানিস্তানকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসের প্রথম উইকেট জুটিতে সর্বোচ্চ রানের পার্টনারশিপ গড়েও কেবল ইনিংস ব্যবধানে হার এড়িয়েছিল আফগানিস্তান। ৫৬ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে কেবল অষ্টম ওভারেই জয় তুলে নেয় লঙ্কানরা।
প্রথম ইনিংসে আফগানিস্তানের করা ১৯৮ রানের বিপরীতে ৪৩৯ রান সংগ্রহ করে বড় লিড নিয়ে নেয় শ্রীলঙ্কা। এখানেই অনেকটা ম্যাচের পার্থক্য গড়ে যায়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২১৪ রানে আফগানিস্তানের মাত্র দ্বিতীয় উইকেট পড়লে টেস্ট জমে ওঠার সম্ভাবনা জাগে। তবে এরপর ব্যাটিং ব্যর্থতায় তিনশর আগেই গুটিয়ে যায় আফগানিস্তান।
আফগানিস্তানের দ্বিতীয় ইনিংসে ইব্রাহিম জাদরান এবং নুর আলী জাদরান মিলে নিজেদের টেস্ট ইতিহাসের প্রথম উইকেট ছুটিতে সর্বোচ্চ ১০৬ রান করেন। নুর আলী ব্যক্তিগত ৪৭ রানে বিদায় নিলে রহমত শাহকে সঙ্গে নিয়ে আরো একটি শত রানের জুটি করেন ইব্রাহিম জাদরান। ব্যক্তিগত ৫৪ রানে ক্যাচ দিয়ে রহমত শাহও ফেরেন সাজঘরে।
সতীর্থরা ফিরে গেলেও নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেন ইব্রাহিম। তবে ২৫৯ বল মোকাবেলা করে ১১৪ রান করে বিদায় নেন এই আফগান ওপেনার। এরপর আর প্রতিরোধ গড়ে তুলতে পারেনি দলটি। উইকেট হারিয়ে ২৯৬ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান। লঙ্কানদের হয়ে প্রভাত জয়সুরিয়া শিকার করেন ৫ উইকেট।
এতে শ্রীলঙ্কাকে মাত্র ৫৬ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় আফগানরা। জবাবে মাত্র ৪৪ বল খেলেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। দিমুথ করুনারত্নে ২২ বলে খেলেন ৩২ রানের টি-টোয়েন্টি সূলভ ইনিংস। নিশান মাদুশকা ২৩ বল গেলে করেন ২২ রান। এতে আফগানিস্তানকে হারিয়ে ১০ উইকেটের জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা।
এর আগে প্রথম ইনিংসের রহমত শাহের ৯১ রানে ভর করে ১৯৮ রানের পুঁজি পায় আফগানিস্তান। জবাবে এঞ্জেলো ম্যাথিউসের সর্বোচ্চ ১৪১ রান এবং দীনেশ চান্দিমালের ১০৭ রানে আফগানিস্তানের বিপক্ষে ২৪১ রানের বড় লিড পেয়েছিল শ্রীলঙ্কা। এখানেই অনেকটা লঙ্কানদের জয়ের ভিত গড়ে যায়।
আরও পড়ুন: রঞ্জি ট্রফি: ভারতীয় ক্রিকেটের সবচেয়ে প্রাচীন টুর্নামেন্ট
ক্রিফোস্পোর্টস/৫ফেব্রুয়ারি২৪/এফএএস