Connect with us
ক্রিকেট

ব্যর্থতার পর আইসিসির নিষেধাজ্ঞা, সংকটে শ্রীলঙ্কার ক্রিকেট

ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরতেই শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এর আগে বিশ্বকাপে ভরাডুবির পর লঙ্কা ক্রিকেট বোর্ডের সকলকে বরখাস্ত করেছিল দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। দেশটির ক্রিকেট বোর্ডে এমন সরকারি হস্তক্ষেপের দায়ে সদস্যপদ স্থগিত করার সিদ্ধান্ত নেয় আইসিসি।

শুক্রবার (৯ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, সদস্য হিসেবে এএলসি গুরুত্বপূর্ণ বিধিনিষেধ লঙ্ঘন করেছে। সরকারি হস্তক্ষেপেরে বাইরে রেখে স্বাধীনভাবে ক্রিকেট প্রশাসনকে কাজ করতে দেয়া উচিত ছিল। পরবর্তীতে স্থগিতাদেশের শর্তগুলো জানিয়ে দেবে আইসিসি।

প্রসঙ্গত সেমিফাইনালে আশা নিয়ে বিশ্বকাপে যাওয়া শ্রীলঙ্কা দল ব্যর্থ হয়েছে প্রত্যাশা পূরণে। ভারতের বিপক্ষে লজ্জাজনক হারের পর সমালোচনা শুরু হয় দেশ জুড়ে।

এক পর্যায়ে পুরো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করে ক্রীড়ামন্ত্রী রোশন রানাসিংহে। অর্জুন রানাতুঙ্গাকে দায়িত্ব দিয়ে সাত সদস্যের অন্তর্বর্তীকালীন কমিটি ঘোষণা করে ক্রীড়া মন্ত্রণালয়।

তবে এই ঘটনার একদিন পরেই আদালতের আদেশে পূর্বের বোর্ড পুনর্বহাল করা হয়। কিন্তু দুই দিন বাদেই সংসদে সরকারি ও বিরোধী দলের সর্বসম্মতিক্রমে লঙ্কা ক্রিকেট বোর্ড সদস্যদের বরখাস্ত করার প্রস্তাব পাস করায়।

একটি দেশের স্বাধীন ক্রিকেট বোর্ডের উপর এমন সরকারি ও রাজনৈতিক ব্যক্তিবর্গের হস্তক্ষেপ ভালো চোখে দেখেনি আইসিসি। শাস্তি হিসেবে শ্রীলঙ্কার সদস্য পদ স্থগিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

ক্রিকেট বোর্ডে এমন নিষেধাজ্ঞার ফলে আইসিসির কোন বৈশ্বিক টুর্নামেন্ট খেলতে পারবে না দেশটি। ওয়ানডে সুপার লিগ ও টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলোও খেলা হচ্ছে না তাদের। আইসিসি থেকে বরাদ্দকৃত অর্থ পাওয়া নিয়েও রয়েছে সঙ্কা।

নিষেধাজ্ঞা না কাটলে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে যেতে পারে দলটি। এমনকি জানুয়ারিতে শ্রীলংকায় হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সরিয়ে নেওয়া হতে পারে সেখান থেকে।

আগামী ১৮-২১ নভেম্বর আইসিসির পরবর্তী বোর্ড সভায় শ্রীলঙ্কা ক্রিকেট নিয়ে পরবর্তী তথ্য জানা যেতে পারে।

আরও পড়ুন: বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচসহ টিভিতে আজকের খেলা

ক্রিফোস্পোর্টস/১১নভেম্বর২৩/এসএফ/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট