Connect with us
ক্রিকেট

সড়ক দুর্ঘটনার কবলে শ্রীলঙ্কান ক্রিকেটার

lahiru_thirimanne
লাহিরু থিরিমান্নে। ছবি- সংগৃহীত

ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার লাহিরু থিরিমান্নে। শ্রীলঙ্কার উত্তরাঞ্চলের শহর অনুরাধাপুরের কাছে সকালে ঘটে এই দুর্ঘটনা। থিরিমান্নেকে বহনকারী গাড়ির সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি লরির মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় থিরিমান্নের গাড়ির সামনের দিক। এতে গুরুতর আহত হন তিনি৷

পরে দুর্ঘটনাস্থলের কাছাকাছি এক হাসপাতালে নেওয়া হয়েছে তাকে। তবে থিরিমান্নে কোথায় আঘাত পেয়েছেন, আঘাতের ধরন কিংবা তীব্রতা সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা না গেলেও বিভিন্ন ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট জানাচ্ছে, থিরিমান্নের অবস্থা এখন স্থিতিশীল।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে গত বছর জুলাইয়ে অবসর নিয়েছিলেন ৩৪ বছর বয়সী এই শ্রীলঙ্কান। জাতীয় দলের জার্সিতে ৪৪ টেস্ট, ১২৭ ওয়ানডে ও ২৬টি টি-টোয়েন্টি খেলা থিরিমান্নে চলমান লেজেন্ডস ক্রিকেট ট্রফিতে নিউ ইয়র্ক সুপারস্টার স্ট্রাইকার্সের হয়ে খেলছিলেন।

দুর্ঘটনার বিষয়ে দলটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘লাহিরু থিরিমান্নে ও তার পরিবার মন্দিরে যাওয়ার সময় গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণের পর, আমরা নিশ্চিত করছি যে, তারা সবাই নিরাপদ ও সুস্থ আছেন, উদ্বেগের কোনো কারণ নেই।’

আরও পড়ুন: চলে গেলেন সাফজয়ী নারী ফুটবলার, শোকের ছায়া ফুটবল অঙ্গণে 

ক্রিফোস্পোর্টস/১৪মার্চ২৪/টিএইচ/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট