
আইপিএল ২০২৫-এর মহা নিলামে শ্রীলঙ্কার স্পিনার কামিন্দু মেন্ডিসকে ৭৫ লক্ষ টাকায় দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। এর আগেই, কামিন্দু তার দীর্ঘদিনের প্রেমিকা নিশনিকে বিয়ে করেন এবং পরবর্তী সময় মধুচন্দ্রিমার জন্য বিদেশ যাওয়ার কথা ছিল। তবে, টুর্নামেন্টের শুরুতে সেই পরিকল্পনা স্থগিত করে শ্রীলঙ্কার পাহাড়ঘেরা শহর হাপুতালেতে সাদামাটা হানিমুন সেরে সানরাইজার্সের প্রস্তুতি শিবিরে যোগ দেন।
প্রথম তিন ম্যাচে সুযোগ না পেলেও, কামিন্দু গতকাল নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম সুযোগ পান। যদিও দলটি হেরে যায়, কামিন্দু নিজে একটি উইকেট নেন। তবে, তার সেরা মুহূর্ত ছিল ১৩তম ওভারে। ওই ওভারে কামিন্দু এক হাত নয়, দুহাতে বল করে আইপিএলের ইতিহাসে একটি নতুন নজির স্থাপন করেন।
আরও পড়ুন
» বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে : এক নজরে টেস্ট সিরিজের সময়সূচি
তিনটি বল বাঁ-হাতে এবং বাকি তিনটি বল ডানহাতে করেছিলেন তিনি। বিশেষভাবে, চতুর্থ বলটি ছিল উইকেট-নেওয়া, যেখানে তিনি আউট করেন অঙ্গকৃশ রঘুবংশীকে। আইপিএলে এর আগে কেউ দু’হাতে বল করে উইকেট নেওয়ার কীর্তি গড়েননি। এই ঘটনা কামিন্দু মেন্ডিসকে আইপিএল ইতিহাসে স্মরণীয় করে রাখল।
KAMINDU MENDIS BOWLING WITH BOTH HANDS IN IPL 🤯🔥 pic.twitter.com/fLbM1NUK4u
— Johns. (@CricCrazyJohns) April 3, 2025
তবে, এর আগে লিয়াম লিভিংস্টোন দুই ধরনের স্পিন বল করলেও সেটা এক হাতে ছিল, দু’হাতে নয়। কামিন্দুর মতো একই স্টাইল আগেও দেখা গিয়েছিল শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের হয়ে, যেখানে তিনি ২০১৬ সালের বিশ্বকাপে দুই হাতেই বল করেছিলেন।
ক্রিকেটের নিয়ম অনুযায়ী, এক ওভারে হাত পরিবর্তন করা বৈধ, তবে বোলারকে আগে আম্পায়ারকে জানাতে হয়। কামিন্দু এটি আগেই জানিয়েছিলেন, যার ফলে কোনো সমস্যা হয়নি।
ক্রিফোস্পোর্টস/৪এপ্রিল২৫/এসএ
