
আচমকা ওয়ানডে ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। তবে গেল কয়েকদিন যাবতই আলোচনা চলছিল তার অবসরের বিষয় নিয়ে। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থ মিশন শেষে আনুষ্ঠানিকভাবে নিজেকে জাতীয় দল থেকে সরিয়ে নেয়ার ঘোষণা দিলেন এই উইকেটরক্ষক ব্যাটার।
গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে নিজের অবসরের বিষয়টি জানান মুশফিক। এরপর থেকেই ভক্ত সমর্থক এবং সাবেক ও বর্তমান সতীর্থ ক্রিকেটারদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। এবার লঙ্কান তারকা ক্রিকেটার দিমুথ করুণারত্নে দিয়েছেন মুশফিককে বিদায়ী বার্তা।
যেখানে তিনি এই টাইগার ক্রিকেটারকে বাংলাদেশের সত্যিকারে কিংবদন্তি হিসেবে আখ্যায়িত করেছেন। আজ বুধবার দুপুরে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট করে মুশফিককে নিয়ে কথা বলেন করুণারত্নে। যেখানে তিনি প্রকাশ করেছিলেন আজ মোহামেডানের হয়ে মুশফিকের গার্ড অব অনার পাওয়া ছবি।
আরও পড়ুন:
» অবসরের পর মাঠ থেকে গার্ড অব অনার পেলেন মুশফিক
» তামিমের আবেগঘন বার্তা, মুশফিকের কাছে একটাই চাওয়া
সেই পোস্টে মুশফিককে বন্ধু সম্বোধন করে করুণারত্নে লিখেছেন, ‘আমার বন্ধু মুশফিকুর রহিম, বাংলাদেশী ক্রিকেটের একজন সত্যিকারের কিংবদন্তী। এক দশকেরও বেশি সময় ধরে জাতীয় ওয়ানডে দলের মেরুদণ্ড। খেলার প্রতি তার নিষ্ঠা, দক্ষতা এবং আবেগ লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছে।
এছাড়া মুশফিককে বাংলাদেশের হিরো বলে মনে করার কথাও জানিয়েছেন এই লঙ্কান, ‘তার দৃঢ় ব্যাটিং থেকে শুরু করে তার তীক্ষ্ণ উইকেটকিপিং পর্যন্ত, মুশফিকুর সর্বদা দলের জন্য তার সেরাটা দিয়েছেন। ওয়ানডে ক্রিকেটের স্মৃতির জন্য আপনাকে ধন্যবাদ মুশফিকুর! আপনি সবসময় বাংলাদেশ ক্রিকেটের একজন হিরো থাকবেন।’
ক্রিফোস্পোর্টস/৬মার্চ২৫/এফএএস
