Connect with us
ক্রিকেট

ছক্কার এক বিরল রেকর্ড গড়লেন লঙ্কান তারকা ক্রিকেটার

Thisara Perera 6 sixes record
থিসেরা পেরেরার ছক্কার রেকর্ড। ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি ক্রিকেটে একটি ওভারে ৬ ছক্কা হাঁকানো বিরল ঘটনা। কিন্তু একমাত্র ক্রিকেটার হিসেবে দ্বিতীয়বারের মতো এই কীর্তি গড়ে ইতিহাসে নাম লিখিয়েছেন শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার থিসারা পেরেরা। এশিয়ান লিজেন্ডস লিগের এলিমিনেটর ম্যাচে আফগানিস্তান পাঠানসের বিপক্ষে তিনি এই অসাধারণ নজির গড়েছেন। শুধু তাই নয়, এই ম্যাচে তিনি একটি দ্রুতগতির সেঞ্চুরিও করেছেন।

ভারতের উদয়পুরে অনুষ্ঠিত ম্যাচে শ্রীলঙ্কান লায়ন্সের হয়ে থিসারা পেরেরা ৩৬ বলে ১০৮ রানের একটি বিস্ফোরক ইনিংস খেলেন। তাঁর এই ইনিংসে ছিল ১৩টি ছক্কা এবং ২টি চার। ম্যাচের শেষ ওভারে আফগান পাঠানসের স্পিনার আয়ান খানের বলগুলোকে একের পর এক ছক্কায় পরিণত করেন পেরেরা। ওই ওভারে তিনি ৬টি ছক্কা মারেন, যা টি-টোয়েন্টি ক্রিকেটে একটি বিরল ঘটনা।

এই কীর্তির মাধ্যমে পেরেরা বিশ্ব ক্রিকেটের ইতিহাসে একমাত্র ক্রিকেটার হিসেবে দ্বিতীয়বারের মতো একটি ওভারে ৬ ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছেন। এর আগে ২০২১ সালে শ্রীলঙ্কার লিস্ট ‘এ’ টুর্নামেন্টে ব্লুমফিল্ড ক্রিকেট এন্ড অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে আর্মি স্পোর্টস ক্রিকেট ক্লাবের হয়ে ওভারে ছয়টি ছক্কা হাঁকিয়েছিলেন পেরেরা।

আরও পড়ুন:

» ‘তরুণ’ মেসির দুর্দান্ত গোল, পিছিয়ে পড়া ম্যাচ জিতল মায়ামি

» বার্সেলোনার দুর্দান্ত কামব্যাক, শেষ মুহূর্তের জয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার

একটি ওভারে ৬ ছক্কা হাঁকানোর এই কীর্তি গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের গ্যারি সোবার্স, ভারতের রবি শাস্ত্রী ও যুবরাজ সিং, দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস, এবং আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাইয়ের মতো তারকারাও। কিন্তু একমাত্র পেরেরাই এই কীর্তি দুইবার অর্জন করেছেন।

ম্যাচে শ্রীলঙ্কান লায়ন্স আগে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩০ রানের বিশাল সংগ্রহ তোলে। পেরেরার সেঞ্চুরির পাশাপাশি মেভান ফার্নান্দোও ৮১ রানের একটি চমৎকার ইনিংস খেলেন। জবাবে আফগানিস্তান পাঠানস ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৪ রান করে। আফগানদের পক্ষে সর্বোচ্চ রান করেন আসগর আফগান, যিনি ৩১ বলে ৭০ রান করেন।

ক্রিফোস্পোর্টস/১৭মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট