Connect with us
ক্রিকেট

আড়াই মাস পর শ্রীলঙ্কাকে সুসংবাদ দিলো আইসিসি

Crifo Sri Lanka team
আড়াই মাস পর শ্রীলঙ্কার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে আইসিসি। ছবি- সংগৃহীত

গত বছর আইসিসি ওয়ানডে বিশ্বকাপে একেবারে বিধ্বস্ত হয় শ্রীলঙ্কা। এরপরই দেশটির ক্রিকেট বোর্ডকে (এসএলসি) ধুয়ে দেয় ক্রীড়া মন্ত্রণালয়ের বিভিন্ন মন্ত্রীরা। যা নিয়ে আইসিসির তোপের মুখে পড়ে লঙ্কান বোর্ডের। সব ধরনের ক্রিকেট থেকে শ্রীলঙ্কাকে নিষেধাজ্ঞা দেয় আইসিসি। দীর্ঘ আড়াই মাস পর আইসিসি সুংবাদ দিয়েছে শ্রীলঙ্কা।

লঙ্কান বোর্ডের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। রবিবার (২৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে আইসিসি।

এর আগে গত ১০ নভেম্বর ক্রিকেট বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কান ক্রিকেটকে সাময়িক সময়ের জন্য নিষেধাজ্ঞা দেয় আইসিসি। নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে এসএলসিকে নজরে রেখেছিল আইসিসি। এই সময়ে লঙ্কান বোর্ডের কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়েছে তারা। ফলে এখন থেকেই তাদের ওপর আর কোনো নিষেধাজ্ঞা রাখছে না আইসিসি।

এর আগে বিশ্বকাপ ব্যর্থতার কারণ দেখিয়ে এসএলসির সকল সদস্যকে বরখাস্ত করেছিলেন দেশটির তখনকার ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে। ক্রিকেট বোর্ডে সরকারের এমন হস্তক্ষেপের পর নিয়ম অনুযায়ী এসএলসিকে বরখাস্ত করে আইসিসি।

আরও পড়ুন: মেদভেদেভর তিন হার, প্রথমবারই সিনারের শিরোপা জয়

ক্রিফোস্পোর্টস/২৮ জানুয়ারি ২৪/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট