Connect with us
ক্রিকেট

বাংলাদেশ বারবার কেন ব্যর্থ হচ্ছে, জানালেন শ্রীধরন শ্রীরাম

হারের বৃত্ত থেকে বেরোতেই পারছে না টাইগাররা। একের পর এক ম্যাচে ব্যর্থ তারা। আর ভারতের বিপক্ষে ম্যাচে শুরুতে বড় সংগ্রহ করার ইঙ্গিত দিয়েও কোনমতে আড়াইশ পেরোয় বাংলাদেশ। তাদের এই ব্যর্থতার পেছনে পেশাদার মনোভাবের ঘাটতি দেখছেন বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম।

বাংলাদেশের বিশ্বকাপ যাত্রাটা সুখকর হলেও ধীরে ধীরে তা হতাশার দিকেই পর্যবসিত হচ্ছে। শেষ তিনটি ম্যাচেই ব্যর্থ সাকিবরা । আর এই ব্যর্থতার দায় বেশিরভাগই ব্যাটারদের।

প্রতিটি ম্যাচেই হতাশ করছে তারা। প্রথম তিনটি ম্যাচে ওপেনাররা ব্যর্থ হলেও চতুর্থ ম্যাচে ঘুরে দাঁড়ায় তারা। কিন্তু তাদের ইনিংস বড় করতে না পারা এবং মিডল অর্ডারে ব্যর্থতায় বড় সংগ্রহ করতে পারেনি বাংলাদেশ। ফলে সহজেই জয় পায় ভারত।

ক্রিটারদের পেশাদারী মনোভাবে কমতি থাকার কারনেই বড় সংগ্রহ করতে পারছে না বলে মন্তব্য করেছেন টাইগারদের পরামর্শক শ্রীধরন শ্রীরাম। তিনি বলেন, ‘একই ম্যাচে সেঞ্চুরি করা কোহলি ৭০-৮০ রান করার আগে কোন ঝুকিপূর্ণ শট খেলেনি। তার থেকে বাংলাদেশের ক্রিকেটারদের শেখা উচিত।’

এই ব্যর্থতার পেছনে লিটন-তামিমকেও দায়ী করে তিনি বলেন, ‘১৫ ওভারে যখন ৯৩ রান তখন ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই বাংলাদেশের হাতে। কিন্তু সেখানে বাজে শট খেলে উইকেট বিলিয়ে দেওয়াটা খুবই হতাশাজনক।’

২৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। সকল ব্যর্থতা ভুলে নতুনভাবে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ সেই আশাই ব্যক্ত করেছেন শ্রীরাম।

আরও পড়ুন: জামাল ভূঁইয়াদের অভিনন্দন জানালো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

ক্রিফোস্পোর্টস/২১অক্টোবর২৩/এমটি/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট