Connect with us
অন্যান্য

না ফেরার দেশে ইরানের জাতীয় দলের তারকা খেলোয়াড়

arman rezazadeh iran sports
আরমান নোজারজাদেহ। ছবি- সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের বান্দার আব্বাসের শাহিদ রাজাই বন্দরে এক ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত ২৮ জন। শনিবার (২৬ এপ্রিল) ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা। নিহতদের মধ্যে রয়েছেন ইরানের জাতীয় স্প্রিন্ট ক্যানুইং দলের তারকা আরমান নোজারজাদেহ।

বিস্ফোরণের পরপরই ব্যাপক প্রাণহানি ও আহতের খবর পাওয়া যায়। ইরানের ক্রীড়া ও যুব মন্ত্রণালয় এক বিবৃতি দিয়ে নিহতদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানায়।

মোট আহত, ৭০০র বেশি। প্রাথমিক চিকিৎসায় ছাড়পাওয় প্রায় ৪০০ জন। গুরুতর আহত ও হাসপাতালে ভর্তি প্রায় ৩০০ জন।


আরও পড়ুন

» বাংলাদেশের ওপেনিংয়ে নতুন সম্ভাবনা কে এই জাওয়াদ আবরার?

» স্পেনে বিদ্যুৎ বিভ্রাট, শঙ্কায় বার্সেলোনা-ইন্টার সেমিফাইনাল


প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি কনটেইনারের ভেতর থাকা রাসায়নিক পদার্থ থেকেই এই বিস্ফোরণ ঘটে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার মুখপাত্র হোসেন জাফারি এ তথ্য জানিয়েছেন।

ঘটনার পর ইরানের সংসদের সামাজিক কমিটির সদস্য আহমাদ ফাতেমি তদন্তের দাবি জানিয়ে বলেন, এই মর্মান্তিক ঘটনার জন্য দায়ীদের সুনির্দিষ্ট জবাবদিহি করতে হবে।

তিনি বিষয়টি তদন্তে নিরীক্ষা সংস্থা ও বিচার বিভাগকে এগিয়ে আসার আহ্বান জানান।

আরমান নোজারজাদেহ ছিলেন জাতীয় ও প্রাদেশিক পর্যায়ে বেশ কয়েকটি প্রতিযোগিতায় পুরস্কারজয়ী অ্যাথলেট। তার মৃত্যুতে ইরানের ক্রীড়া মহলে শোকের ছায়া নেমে এসেছে।

ক্রিফোস্পোর্টস/২৯এপ্রিল২৫/এসএ/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য