অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছে পাকিস্তান। ২২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে দাপট দেখিয়ে সিরিজ জিতে নিয়েছে ম্যান ইন গ্রিনরা। তবে ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজে দেখা গেল ভিন্ন পাকিস্তানকে। সিরিজের তিন ম্যাচে হেরেই হোয়াইটওয়াশ হয়েছে মোহাম্মদ রিজওয়ানের দল।
সোমবার (১৮ নভেম্বর) হবার্টে সিরিজের শেষ টি-টোয়েন্টি মুখোমুখি হয় দুই দল। পাকিস্তান টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৮.১ ওভারে ১১৭ রান তুলে গুটিয়ে যায়। জবাবে মাত্র ১১.২ ওভারে ৭ উইকেট হাতে রেখেই ম্যাচটি জিতে নেয় স্বাগতিকরা।
অস্ট্রেলিয়ার হোয়াইটওয়াশের দিনে ব্যাট হাতে এক বিধ্বংসী ইনিংস খেলেছেন অজি তারকা মার্কাস স্টয়নিস। দলীয় সর্বোচ্চ ৬১ রান এসেছে তার ব্যাট থেকে। মাত্র ২৭ বলে ৫ চার ও ৫ ছয়ের মারে ইনিংসটি সাজিয়েছেন তিনি। আর তাতেই এক বিরল রেকর্ডে নাম লিখিয়েছেন এই তারকা অলরাউন্ডার।
আরও পড়ুন:
» অজিদের কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হলো পাকিস্তান
» রোনালদোর ১ হাজার গোল করা নিয়ে যা বললেন জন টেরি
আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে টি-টোয়েন্টিতে এক বর্ষপঞ্জিতে ব্যাট হাতে ৩০০ রানের পাশাপাশি বল হাতে ২০ উইকেট শিকার করেছেন এমন ক্রিকেটার ছিল তিনজন। বাংলাদেশের সাকিব আল হাসান, ভারতের হার্দিক পান্ডিয়া এবং জিম্বাবুয়ের সিকান্দার রাজার পর এবার চতুর্থ ক্রিকেটার হিসেবে এই রেকর্ডের তালিকায় নাম লিখিয়েছেন স্টয়নিস।
চলতি বছর ব্যাট হাতে ৩৩০ রান করেছেন স্টয়নিস। একইসঙ্গে বল হাতে ৩০টি উইকেট শিকার করেছেন এই মিডিয়াম পেসার।
এর আগে ২০২১ সালে প্রথমবারের মতো এমন রেকর্ড গড়েছিলেন সাকিব। এক বর্ষপঞ্জিতে ব্যাট হাতে ৩২৭ রানের পাশাপাশি বল হাতে শিকার করেছিলেন ২৫ উইকেট। পরের বছর হার্দিক পান্ডিয়া ও সিকান্দার রাজা দুজনেই এই রেকর্ডে নাম লেখান। হার্দিক ৬০৭ রান এবং ২০ উইকেট নেন এবং রাজা ৭৩৫ রান এবং ২৫ উইকেট নেনে। এছাড়া ২০২৪ সালে ৪৬২ রানের সঙ্গে ২১ উইকেট শিকার করে দ্বিতীয়বারের মতো এই রেকর্ডে নাম লেখান এই তারকা অলরাউন্ডার।
ক্রিফোস্পোর্টস/১৮নভেম্বর২৪/বিটি