Connect with us
ক্রিকেট

‘একমাত্র স্টোকসই বিশ্বাস রেখেছিল যে ইংল্যান্ড ভারতকে হারাবে’

ENG vs IND
হায়দরাবাদে ভারতকে ২৮ রানে হারিয়েছে ইংল্যান্ড। ছবি- সংগৃহীত

হায়দরাবাদে টেস্টে ইংল্যান্ড যে স্বাগতিক ভারতকে হারিয়ে দেবে তা আদৌ কি কেও ভেবেছিল! তার উপর প্রথম ইনিংসে ভারতের বড় লিড পাওয়ার পর হয়ত ইংলিশ ভক্তরা এতোটা আশা করেনি। প্রতিপক্ষের ঘরের মাঠে ১৯০ রানে পিছিয়ে থাকার পর জয়ের ভাবনা রাখা কিছুটা অস্বাভাবিকই বটে। তবে সেটাই যেন বাস্তবে করে দেখিয়ে দিল ইংল্যান্ড। 

থ্রি লায়ন্সদের এই অবিস্মরণীয় জয়ে পারফরম্যান্সের বিচারে সেরা ছিল ব্যাটার অলি পোপ। দ্বিতীয় ইনিংসে তার করা দুর্দান্ত ১৯৬ রানের কল্যাণেই মূলত ঘুরে দাঁড়ায় সফরকারীরা। তবে এই জয়ের পেছনে অধিনায়ক বেন স্টোকসের সবচেয়ে বড় অবদান দেখছেন সাবেক ইংলিশ পেসার স্টিভ হার্মিসন। সাবেক এই ইংলিশ ক্রিকেটারের মতে, অধিনায়কের দেয়া আত্নবিশ্বাস থেকে বাকি দশ ক্রিকেটার অনুপ্রাণিত হওয়ায় এই ফল পেয়েছে ইংল্যান্ড।

স্টিভ হার্মিসন বলেন, ‘এ এক অসাধারণ জয়। আমার মনে হয় শুধু বেন স্টোকসই বিশ্বাস করেছে যে এই ম্যাচটি আমরা জিততে পারি৷ সে নিজের ভেতরকার আত্নবিশ্বাস বাকি ১০ জনের মধ্যে ছড়িয়ে দিয়েছে।’

‘দ্বিতীয় ইনিংস শেষে এত বিশাল ব্যবধানে পিছিয়ে পড়ার পর কেউ মনে হয় না ইংল্যান্ডের জয়ের কোনো সুযোগ দেখেছিল। তবে দলটির এটিই সবচেয়ে চমৎকার বিষয়। তারা স্কোরবোর্ড দেখে খেলে না। তারা শুধু ভেবেছে তৃতীয় ইনিংসে যতদূর সম্ভব এগিয়ে যাওয়া এবং জয়ের জন্য সম্ভবপর সবকিছুই করা।’

হার্মিসন ব্যাটসম্যান অলি পোপকেও প্রশংসায় ভাসিয়েছেন। ভারতের মাটিতে খেলা তার ১৯৬ রানের ইনিংসটাকে ভারতের মাটিতে সফরকারী ব্যাটারদের মধ্যে সর্বকালের সেরা ইনিংস বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, ‘ভারতের মাটিতে আগের ৯ ইনিংসে সর্বোচ্চ ৩৪ রান করা ব্যাটসম্যান এক ইনিংসেই ১৯৬ রান করলে সেটা অবিশ্বাস্যই বটে। অলি পোপের জন্য আমি খুব গর্বিত ও খুশি। তার ইনিংসের কল্যাণেই ইংল্যান্ডের সম্ভাবনা আবারও জেগে ওঠে। এখন পর্যন্ত সিরিজের ফেভারিট দল ভারতই, তবে এই পরাজয়ের ফলে তারা আবার নতুন করে ভাবতে বাধ্য হবে।’

আরও পড়ুন: শেষ মুহুর্তে উত্তেজনা ছড়ানো ম্যাচে কুমিল্লার ৮ রানে হার 

ক্রিফোস্পোর্টস/৩০জানুয়ারি২৪/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট