নিউজিল্যান্ড এর বিপক্ষে ঘোষণা করা ওয়ানডে স্কোয়াডে দলে অন্তর্ভুক্তির মাধ্যমে দলে ফিরেছেন অবসর নেয়া বর্তমান টেস্ট কাপ্তান স্টোকস। গত বছরের জুলাইয়ে ওয়ানডে থেকে অবসর নিয়েছিলেন এই অলরাউন্ডার।
ওয়ানডে বিশ্বকাপেও একই স্কোয়াড নিয়েই খেলতে যেতে পারে এমনটাই জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে অভিজ্ঞ ব্যাটসম্যান, বোলার ও ফিল্ডার হিসেবে বেন স্টোকসকে কাজে লাগাতে চায় ইংল্যান্ড।
এই লক্ষ্যে ইংল্যান্ড ওয়ানডে দলের অধিনায়ক জস বাটলারকে দিয়ে বেন স্টোকসকে অনুরোধ করিয়েছিলো টিম ম্যানেজমেন্ট।
২০১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের মধ্যে নয়জন আছেন বর্তমান স্কোয়াডেও। যা ইংল্যান্ড ইতিহাসে প্রথম। তার মধ্যে ফাইনাল ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচ হয়েছিলেন সদ্য অবসর ভেঙে দলে ফেরা বেন স্টোকস।
ইংল্যান্ড জাতীয় দলের নির্বাচক লুক রাইট বলেছেন, “বেন স্টোকসের প্রত্যাবর্তনের মাধ্যিনে তার ম্যাচ জেতানোর ক্ষমতা এবং নেতৃত্বের দেশকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করবে। আমি নিশ্চিত যে সকল ইংল্যান্ড সমর্থক তাকে আবারও ইংল্যান্ডের ওয়ানডে শার্টে দেখতে আনন্দিত হবে।”
আগামী সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য ১৫ জনার দল ঘোষণা করা হয়েছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ইংল্যান্ড দলঃ
জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, স্যাম কুরান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, রিস টপলে, ডেভিড উইলি , মার্ক উড, ক্রিস ওকস।
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ইংল্যান্ড দলঃ
জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মঈন আলি, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কুরান, বেন ডাকেট, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জোশ টঙ্গু। , জন টার্নার, লুক উড।
আরও পড়ুনঃ ইউরোপিয়ান ফুটবল ও তিন মহাতারকার গল্প
ক্রিফোস্পোর্টস/১৬আগস্ট২৩/এমএইচ