Connect with us
ক্রিকেট

সাকিব-ক্যালিসদের বিশেষ রেকর্ডে ভাগ বসালেন স্টোকস

Ben Stokes and Shakib Al Hasan
বেন স্টোকস ও সাকিব আল হাসান। ছবি - সংগৃহীত

বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান তার ক্যারিয়ার জুড়ে এমন অনেক রেকর্ড গড়েছেন যা তাকে বিশ্বসেরা অলরাউন্ডারের তকমা দিয়েছে। অনেক বাঘা বাঘা ক্রিকেটারের কীর্তিতে ভাগ বসিয়েছেন। আবার তার এমনও কীর্তি আছে যা অনেকেরই ধরা-ছোঁয়ার বাইরে। বিশ্বের সেরা অলরাউন্ডারদের কথা উঠলে তাই শহীদ আফ্রিদি, সনাথ জয়াসুরিয়া, জ্যাক ক্যালিসদের সঙ্গে সাকিবের নামটা আসবেই।

এবার এমন সব তারকা অলরাউন্ডারদের নিয়ে গড়া ‘এলিট ক্লাবের’ সদস্য হলেন ইংলিশ তারকা ক্রিকেটার বেন স্টোকস। চলমান ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার লর্ডস টেস্টে নতুন মাইলফলক গড়েছেন স্টোকস। এই টেস্ট শুরুর আগে আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০ উইকেট থেকে ২ উইকেট দূরে ছিলেন তিনি। টেস্ট সংস্করণেও তার উইকেট ছিল ১৯৮ টি। চলতি টেস্টেই সেটা স্পর্শ করেন তিনি।

সফরকারীদের দ্বিতীয় ইনিংসের ১২ তম ওভারে বল হাতে আসেন বেন স্টোকস। ওভারের তৃতীয় বলে স্ট্রাইকে থাকা কার্ক ম্যাকেঞ্জিকে এলবিডব্লুর ফাঁদে ফেলে একসাথে দু’টি মাইলফলকে পৌঁছান তিনি। কেননা এটি ছিল স্টোকসের টেস্ট ক্রিকেটে ২০০ তম ও আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০ তম উইকেট।

আরো পড়ুন : আগের মতো চাপ নেই, শুধু খেলা উপভোগ করতে চান মেসি

এর মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান ও ৩০০ উইকেটের ডাবল গড়া ষষ্ঠ খেলোয়াড় বনে যান এই তারকা অলরাউন্ডার। তার আগে অলরাউন্ডারদের এই বিশেষ তালিকায় মাত্র পাঁচ জন নাম তুলতে পেরেছেন যার মধ্যে টাইগার পোস্টার বয় সাকিব আল হাসানও আছেন। স্টোকসের আগে এই তালিকায় নাম তোলা খেলোয়াড়েরা হলেন কার্ল হুপার, জ্যাক ক্যালিস, শহীদ আফ্রিদি, সনাথ জয়াসুরিয়া ও সাকিব আল হাসান।

আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান ও ৩০০ উইকেটের ডাবল ছোঁয়া ক্রিকেটার –

শহীদ আফ্রিদি (পাকিস্তান)
জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা)
সনাথ জয়াসুরিয়া (শ্রীলঙ্কা)
সাকিব আল হাসান (বাংলাদেশ)
কার্ল হুপার (ওয়েস্ট ইন্ডিজ)
বেন স্টোকস (ইংল্যান্ড)

ক্রিফোস্পোর্টস/১২জুলাই২৪/এমএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট