Connect with us
ক্রিকেট

দলের স্বার্থে আবারও সাদা বলে ফিরতে চান স্টোকস

josh butlar
বেন স্টোকস। ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ে অসামান্য ভূমিকা পালন করেন বেঞ্জামিন অ্যান্ড্রু স্টোকস। খাঁদের কিনারায় পড়ে থাকে দলকে টেনে তুলে কীভাবে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছেতে খুব ভালো করেই জানেন ব্রেন স্টোকস। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল ও ২০২২ সালে বিশ্বকাপে তার অবদানের কথা কখনও ভুলবে ক্রিকেট প্রেমীরা।

২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের পর সাদা বল কে বিদায় জানিয়েছেন বেন স্টোকস। নিজেকে টেস্ট ক্রিকেটে সঁপে দিয়েছেন তিনি। তবে দলের স্বার্থে, দলের প্রয়োজনে সাদা বলে ফিরতে চান এই ইংলিশ অলরাউন্ডার। অধিনায়ক জস বাটলারের চাওয়া ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিলেন স্টোকস। সেই বিশ্বকাপে শিরোপাও ঘরে তুলেছিল ইংলিশরা।

ব্রেন্ডন ম্যাককালাম কে লাল বলের পর সাদা বলেও কোচের দ্বায়িত্ব দেওয়া হয়েছে। ম্যাককালমের সাথে স্টোকসের সম্পর্ক বেশ ভালো। দলের স্বার্থে, এবং কোচ যদি চায় তাহলে সামনের বড় কোনো টুর্নামেন্টে খেলতে চাই এই অলরাউন্ডার।

আরও পড়ুন: শতভাগ জয়ে অপ্রতিরোধ্য বার্সেলোনা

সম্প্রতি এক সাক্ষাৎকারে স্টোকস জানিয়েছেন, কোচ যদি আমাকে আবারও সাদা বলে দেখতে চান, তাহলে সে অবশ্যই খেলবে। নিয়মিত না খেললেও সামনে আবারও চ্যাম্পিয়নস ট্রফির মতো বড় টুর্নামেন্ট খেলবেন তিনি।

অন্যতম সেরা এই অলরাউন্ডার বলেন, ‘যদি কেউ ফোন করে বা ম্যাককালাম বলেন, যে তুমি সাদা বলে আবারও ফিরতে চাও? তাহলে আমি অবশ্যই খেলবো। আমাকে যদি না ডাকে তাহলে আমি হতাশ হবো না। কারণ আমাকে না ডাকলে বুঝবো দলের অন্যরা অনেল ভালো খেলছেন। আমি তখন দলের খেলা উপভোগ করবো।’

সাদা বলকে বিদায় দিয়ে এখন টেস্ট নিয়ে ব্যস্ত স্টোকস। লাল বলের ক্রিকেটকে বেশ উপভোগ করছেন এই ইংলিশ ক্রিকেটার। তিনি বলেন,’ ইংল্যান্ডের হয়ে আমি সাদা বলের ক্রিকেট অনেক খেলেছি। এ নিয়ে আমি খুবই খুশি সাদা বলের ক্রিকেটে যা কিছু অর্জন করেছি, তাতে আমি অনেক সন্তুষ্ট। সত্যি বলতে, এটা নিয়ে (সাদা বলে ফেরা) এখনও পর্যন্ত কোনো আলোচনা আমাদের হয়নি। আমার মনে হয়, তিনি আমাকে মনোযোগী হওয়ার সুযোগ দিচ্ছেন যেখানে আমার মনোযোগী হওয়া উচিত, টেস্ট দলকে ঘিরে।’

ক্রিফোস্পোর্টস/২৬সেপ্টেম্বর২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট