Connect with us
ক্রিকেট

সুপার সিক্সের অদ্ভুত নিয়ম, বাংলাদেশের জন্য কঠিন পরীক্ষা

Bangladesh u19 team 2024 world cup
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ছবি- সংগৃহীত

চলতি যুব বিশ্বকাপের আসর বসেছে দক্ষিণ আফ্রিকার মাটিতে। ইতোমধ্যেই গ্রুপ পর্বের বাধা টোপকে বাংলাদেশ পৌছে গেছে সুপার সিক্সে। তবে ভারতের কাছে প্রথম ম্যাচে হেরে নিজেদের পরবর্তী রাউন্ড বেশ কঠিন করে তুলেছে যুবা টাইগাররা। মূলত সুপার সিক্সের অদ্ভুত নিয়মেই ফেঁসে যাচ্ছে বাংলাদেশ।

এর আগে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। তবে এরপর ঘুরে দাঁড়িয়ে আয়ারল্যান্ড এবং যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের সুপার সিক্স নিশ্চিত করেছে রাব্বি-শিবলিরা। ‘এ’ গ্রুপ থেকে দ্বিতীয় অবস্থানে থেকে পরবর্তী রাউন্ডে উঠেছে বাংলাদেশ।

সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ:

গ্রুপ পর্বের চারটি গ্রুপ থেকে সেরা তিনটি করে মোট ১২ দল পৌছে গেছে সুপার সিক্সে। দুইটি আলাদা গ্রুপে ৬ দল করে অনুষ্ঠিত হবে সুপার সিক্সের পর্ব। যেখানে গ্রুপ ‘এ’ এবং গ্রুপ ‘ডি’ থেকে সেরা তিনটি দল নিয়ে গঠিত হয়েছে সুপার সিক্সের গ্রুপ-১ এবং অপর দুই গ্রুপের শীর্ষ তিন দল নিয়ে গঠিত হয়েছে গ্রুপ-২।

সুপার সিক্সে গ্রুপ-১ এ বাংলাদেশের সঙ্গে আরও পাঁচ দল থাকলেও বাংলাদেশের খেলা হবে কেবল দুটি ম্যাচ। বাংলাদেশ যেহেতু ‘এ’ গ্রুপের দ্বিতীয় অবস্থানে ছিল, সেহেতু ‘ডি’ গ্রুপের দ্বিতীয় অবস্থানে থাকা নিউজিল্যান্ড ব্যতীত বাকি দুই দল অর্থাৎ পাকিস্তান এবং নেপালের সঙ্গে খেলবে যুবা টাইগাররা।

সুপার সিক্সের অদ্ভুত নিয়ম:

সুপার সিক্সে দলগুলো খালি হাতে আসবে না; বরং গ্রুপ পর্বে খেলা পয়েন্ট এবং নেট রানরেট সঙ্গে নিয়ে আসবে। তবে চিন্তার বিষয় হলো গ্রুপ পর্বের যে দল সুপার সিক্সে আসতে পারেনি, সেই দলের বিপক্ষে প্রাপ্ত যে কোন সাফল্য সুপার সিক্সের পয়েন্ট তালিকায় গণনা হবে না।

বাংলাদেশের ‘এ’ গ্রুপ থেকে যুক্তরাষ্ট্র পরবর্তী রাউন্ডে আসতে পারেনি। যে কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে দলগুলোর যেকোনো সাফল্য হিসাবভুক্ত হবে না। যুক্তরাষ্ট্র ব্যতীত বাংলাদেশ কেবল আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে। সেই হিসেবে বাংলাদেশের বর্তমান পয়েন্ট ২ এবং বাংলাদেশ ও আয়ারল্যান্ডের বিপক্ষে জেতায় ভারতের পয়েন্ট ৪।

U19 world cup super six point table

সুপার সিক্সের বর্তমান পয়েন্ট টেবিল। ছবি- আইসিসি

ঠিক একইভাবে গ্রুপ ডি থেকে আসা পাকিস্তানের ও রয়েছে ৪ পয়েন্ট। এতে করে দেখা যায় গ্রুপ-১ এ ভারত ও পাকিস্তান দুই দলের পয়েন্ট ৪ এবং বাংলাদেশ ও নিউজিল্যান্ড এই দুই দলের রয়েছে ২ পয়েন্ট। তবে গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে সেমিফাইনালে। সেক্ষেত্রে এখনই পিছিয়ে আছে বাংলাদেশ।

সুপার সিক্সের ম্যাচ শেষে বাংলাদেশের সর্বোচ্চ ৬ পয়েন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সেমিফাইনালে পৌঁছাতে হলে সবগুলো ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। পাকিস্তান যদি বাংলাদেশের কাছে হারে এবং অপর ম্যাচে জিতে যায় তাহলে তাদেরও ৬ পয়েন্ট হবে। তবে তখন হবে নেট রানরেটের হিসেব হবে।

সুপার সিক্সের প্রথম ম্যাচে ৩১ জানুয়ারি ম্যাঙ্গাউং ওভাল মাঠে বাংলাদেশ সময় দুপুর ২ টায় নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ যুব ক্রিকেট দল। দ্বিতীয় ম্যাচে বেনোনিতে ৩ ফেব্রুয়ারি দুপুর ২ টায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আগামী ১১ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে ইতি টানবে বে যুব বিশ্বকাপের চলতি আসর।

আরও পড়ুন: এমবাপ্পেও জেতাতে পারলেন না, পয়েন্ট হারালো পিএসজি

ক্রিফোস্পোর্টস/২৯জানুয়ারি২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট