জার্মানির ঘরোয়া সর্বোচ্চ ফুটবলের আসর বুন্দেসলিগায় একচেটিয়া রাজত্ব চলে বায়ার্ন মিউনিখের। সবশেষ ১১ মৌসুমে টানা লিগ শিরোপা জিতেছে দলটি। তবে এবার তাদের রাজত্ব ভেঙে জার্মান ফুটবলে নতুন সূর্যোদয় ঘটিয়েছে মধ্যম সারির দল বায়ার লেভারকুসেন। তাদের ইতিহাসে প্রথমবারের মতো লিগ শিরোপা জয় করেছে। আর এই জয়ের কারিগর স্প্যানিশ কোচ জাবি আলোনসো।
লেভারকুসেনের হয়ে ইতিহাস গড়া এই কোচকে প্রশংসায় ভাসাচ্ছে দলের ভক্ত-সমর্থকসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবল প্রেমিরা। এবার তার নামে জার্মানিতে একটি রাস্তার নামকরণ করেছে লেভারকুসেনের সমর্থকেরা।
দ্য সান, ডেইলি মেইল, ওয়ান ফুটবলসহ বিশ্বের একাধিক গণমাধ্যমের খবর অনুযায়ী লেভারকুসেনের স্টেডিয়াম বে অ্যারেনার পাশের একটি রাস্তা জাবির নামে নামকরণ করা হয়েছে। যার নাম দেয়া হয়েছে ‘জাবি আলোনসো অ্যালে’। অ্যালে মানে পথ বা রাস্তা। অর্থাৎ জাবি আলোনসো রাস্তা।
রোববার (১৪ এপ্রিল) লিগ জয়ের ম্যাচের আগে এই রাস্তায় হাজার হাজার সমর্থক স্বাগত জানায় লেভারকুসেনের টিম বাসকে। শিরোপা জয়ের প্রস্তুতি নিয়েই স্টেডিয়ামে আসে সমর্থকেরা। কেননা টেবিলের নিচের দিকে থাকা ওয়ার্ডার ব্রেমেনকে হারালেই ৫ ম্যাচ হাতে রেখে শিরোপা জিতে নিবে দলটি।
বে অ্যারেনায় ম্যাচের ২৫ মিনিটে পেনাল্টি কিক থেকে দলকে এগিয়ে দেন বোনিফেস। ১-০ তে এগিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা, বিরতি থেকে ফিরে জাকার গোলে ব্যবধান দ্বিগুন করে নেয় লেভারকুসেন। এরপর ৬৮, ৮৩ ও ৯০ মিনিতে গোল দিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন এই মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা তরুণ জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান উইর্টজ। শেষ পর্যন্ত ৫-০ গোলের বিশাল ব্যবধানে জয় পায় লেভারকুসেন।
এরপর গ্যালারি থেকে মাঠে নেমে উল্লাস শুরু করে সমর্থকেরা। পতাকা ও ব্যানারে ছেয়ে যায় মাঠ।
উল্লেখ্য, চলতি মৌসুমে এখনো অপরাজিত জাবির দল। লিগের আর বাকি রয়েছে ৫ ম্যাচ। সেখানে আর কোনো ম্যাচে না হারলে অপরাজিত থেকেই মৌসুম শেষ করবে দলটি।
আরও পড়ুন: বুড়ো বয়সে ভেলকি, আইপিএলে ধোনির নতুন রেকর্ড
ক্রিফোস্পোর্টস/১৫এপ্রিল২৪/এমটি/এজেড